
শেরপুর পৌরসভায় অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে মিম আক্তার (১৩) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) ইফতারের আগ দিকে পৌরসভার চাপাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রাতে তথ্যটি নিশ্চিত করেছেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইদুল আলম।
নিহত মিম আক্তার চরশেরপুর পূর্বপাড়া গ্রামের মৃত আলীর ছোট মেয়ে। সে স্থানীয় স্কুলের ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত ছিল।
নিহতের পরিবার জানায়, মঙ্গলবার সকালে শেরপুর শহর থেকে মিম অটোরিকশাযোগে ফিরছিল। পথিমধ্যে হঠাৎ মিমের ওড়না অটোরিকশার চাকায় পেঁচিয়ে যায়। এসময় গলায় ফাঁস লেগে গুরুতর আহত হয় সে। পরে তাকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইদুল আলম বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।