
নেত্রকোনা শহর থেকে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে মডেল থানার পুলিশ।
রোববার (৯ মার্চ) শহরের অজহর রোডে উদিচি কার্যালয়ের থেকে তাদের ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সাহেব আলী পাঠান এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতাররা হলেন— নেত্রকোনা সদরের মেদনি নোয়াপাড়া গ্রামের শামীম (২৬) ও সুনামগঞ্জের তাহেরপুর উপজেলার কলাগাঁও গ্রামের রফিকুল ইসলাম (৩৮)।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সাহেব আলী পাঠান জানান, গোপন সংবাদে দুপুর আড়াইটার দিকে জেলা শহরের অজহর রোডে মোটরসাইকেল আরোহী ওই দুইজনকে থামিয়ে তল্লাশি করা হয়। পরে তাদের কাছে কৌশলে লুকানো ৫০০ পিস ইয়াবা পাওয়ার পর গ্রেফতার করা হয়। তারা মাদক কারবারি।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দেওয়া হয়েছে বলে জানান জেলা পুলিশের ওই কর্মকর্তা।