বুধবার, ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শরৎকাল

ট্রেন্ডিং টপিক

ইসরায়েলে পৌঁছুলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ইসরায়েলে পৌঁছেছেন। এয়ার ফোর্স...

পিআর পদ্ধতি আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের ইস্যুটি আগামী সংসদের ওপর ছেড়ে...

এমপিওভুক্ত শিক্ষকদের লাগাতার কর্মবিরতি, শহীদ মিনারে অবস্থান

২০ শতাংশ হারে বাড়ি ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে...

শিক্ষা ভবনের সামনে সাত কলেজের শিক্ষার্থীদের অবস্থান

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ দ্রুত চূড়ান্ত করে অধ্যাদেশ জারির...

ভারতে নিঝুম রাত দেখতে যাওয়া ইসরায়েলি তরুণীকে গণধর্ষণ

ছবি: সংগৃহিত

ভারতের কর্নাটকে নিঝুম রাতের সৌন্দর্য্য উপভোগ করতে নদীর তীরে যাওয়া এক ইসরায়েলিসহ দুই তরুণী গণধর্ষণের শিকার হয়েছেন।

এ সময় একজনতে নদীতে ফেলে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় শনিবার পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে। পলাতক তৃতীয় অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। খবর আনন্দবাজার পত্রিকার।

পুলিশ জানিয়েছে, জেরায় আটক অভিযুক্তরা তাদের নাম ও পরিচয় জানিয়েছেন। তারা সবাই একই এলাকার বাসিন্দা। আটক দুজনের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তৃতীয় অভিযুক্তের খোঁজ চালাচ্ছে পুলিশ।

কর্নাটকে তুঙ্গভদ্রা নদীর তীরে নির্জন জায়গায় গত বৃহস্পতিবার গভীর রাতে এক ইসরায়েলি তরুণীসহ দু’জনকে গণধর্ষণ করে ৩ দুর্বৃত্ত।

শুধু তা-ই নয়, এ সময় বাধা দিতে যাওয়ায় তাদের সঙ্গে থাকা একজনকে নদীতে ফেলে হত্যাও করেছে তারা।তদন্তে নেমে পুলিশ শনিবার দুই জনকে গ্রেফতার করেছে। তবে এখনও তৃতীয় অভিযুক্ত অধরা। তার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে।

গত বৃহস্পতিবার রাতে কর্নাটকের হাম্পির কাছে কোপ্পালে তুঙ্গভদ্রা নদীর একটি খালের ধারে গিয়েছিলেন ওই ইসরায়েলি তরুণী। যে বাড়িতে ওই তরুণী বন্ধুদের সঙ্গে হোম-স্টে করতে উঠেছিলেন, ওই বাড়ির মালিকের স্ত্রীও ছিলেন তার সঙ্গে। তাদের সঙ্গে ৩ পুরুষ সঙ্গীও ছিলেন সে সময়।

তাদের কেউ মহারাষ্ট্রের বাসিন্দা, কেউ ওড়িশ্যার, কেউ আবার থাকেন সুদূর আমেরিকায়। তুঙ্গভদ্রার তীরে দাঁড়িয়ে নিঝুম রাতের শোভা উপভোগ করছিলেন সবাই।

এ সময় স্থানীয় তিনজন তাদের উপর হামলা চালায়। গণধর্ষণ করা হয় দুই তরুণীকে। তিন যুবককে মারধর করা হয়। ওই তিন যুবকের মধ্যে একজন বৃহস্পতিবার রাত থেকেই নিখোঁজ ছিলেন। শনিবার সকালে তুঙ্গাভদ্রার ওই খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বেঙ্গালুরু থেকে ৩৫০ কিলোমিটার দূরে কোপ্পালে ঘুরতে গিয়েছিলেন আমেরিকার যুবক ড্যানিয়েল এবং ইসরায়েলের ওই তরুণী। একই হোম স্টে-তে উঠেছিলেন মহারাষ্ট্রের পঙ্কজ এবং ওড়িশ্যার বিভাস।

একই সঙ্গে থাকতে থাকতে সবার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়। ঠিক হয়, বৃহস্পতিবার গভীর রাতে তুঙ্গভদ্রা নদীর খালের ধারে যাবেন সবাই। নিঝুম রাতের সৌন্দর্য উপভোগ করাই উদ্দেশ্য ছিল তাদের।

ওই চারজনের সঙ্গী হন হোম স্টে-র বাড়ির মালিকের স্ত্রীও। রাত সাড়ে ১১টা নাগাদ আচমকাই স্থানীয় তিন যুবক বাইকে করে ওই খালের ধারে আসেন।

প্রথমে ওই যুবকেরা পর্যটকদের থেকে জানতে চান, কাছাকাছি কোথায় পেট্রল পাম্প আছে। তার পর হঠাৎই তারা ১০০ টাকা দাবি করেন। কেন ১০০ টাকা দেবেন, সেই প্রশ্ন তোলেন পর্যটকদের মধ্যে থাকা এক যুবক। এই নিয়ে ওই তিন যুবকের সঙ্গে বচসা বাধে।

এর পরেই বাইক থেকে নেমে পর্যটকদের উপর ঝাঁপিয়ে পড়েন তিনজন। বেধড়ক মারধর করা হয় আমেরিকান যুবককে। বাকিরাও মার খান। শুধু তা-ই নয়, পঙ্কজ, ড্যানিয়েল এবং বিভাসকে ধাক্কা দিয়ে খালে ফেলে দেওয়া হয়।

পঙ্কজ এবং ড্যানিয়েল সাঁতার জানতেন বলে সাঁতরে পাড়ে উঠে আসেন। তবে খাল থেকে উঠতে পারেননি বিভাস। শনিবার তারই মরদেহ উদ্ধার করা হয়। পাশাপাশি, ওই ইসরায়েলি তরুণী এবং ভারতীয় তরুণীকে গণধর্ষণ করা হয়।তদন্তে নেমে পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করে।

কোপ্পালের পুলিশ সুপার রাম আরাসিদ্দি জানান, আটক দু’জনই গঙ্গাবতী শহরের বাসিন্দা। তৃতীয় অভিযুক্তও সেই এলাকার বাসিন্দা। তার খোঁজে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা।

সর্বশেষ সংবাদ

এমন আরো সংবাদ
এশিয়ান পোস্ট বিডি ডট কম

মঙ্গলবার নতুন কুঁড়ির চূড়ান্ত পর্বের বাছাই শুরু

বিটিভিতে শিশু কিশোরদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’র চূড়ান্ত পর্যায়ের...

ইসরায়েলে পৌঁছুলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ইসরায়েলে পৌঁছেছেন। এয়ার ফোর্স...

১৬ অক্টোবর এইচএসসি’র ফল প্রকাশ

আগামী ১৬ অক্টোবর প্রকাশিত হবে চলতি বছরের এইচএসসি ও...

পিআর পদ্ধতি আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের ইস্যুটি আগামী সংসদের ওপর ছেড়ে...