বুধবার, ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শরৎকাল

ট্রেন্ডিং টপিক

ইসরায়েলে পৌঁছুলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ইসরায়েলে পৌঁছেছেন। এয়ার ফোর্স...

পিআর পদ্ধতি আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের ইস্যুটি আগামী সংসদের ওপর ছেড়ে...

এমপিওভুক্ত শিক্ষকদের লাগাতার কর্মবিরতি, শহীদ মিনারে অবস্থান

২০ শতাংশ হারে বাড়ি ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে...

শিক্ষা ভবনের সামনে সাত কলেজের শিক্ষার্থীদের অবস্থান

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ দ্রুত চূড়ান্ত করে অধ্যাদেশ জারির...

ইসরায়েলকে হুথির আল্টিমেটাম, স্বাগত জানালো হামাস

ছবি: সংগৃহিত

যুদ্ধবিরতির শর্ত ভঙ করে ফিলিস্তিনের গাজায় ত্রাণের ট্রাক প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েল। গাজায় খাদ্য ও ত্রাণসামগ্রীর সরবরাহ স্বাভাবিক করতে ইসরায়েলকে চার দিন সময় দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।

যদি এই বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে সরবরাহ স্বাভাবিক না হয়, তাহলে ফের লোহিত ও ভূমধ্যসাগরে ইসরায়েলি ও ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত জাহাজ বা নৌযানে হামলা শুরু হবে বলে হুমকি দিয়েছে হুথিরা। খবর আল-জাজিরার।

হুথি বিদ্রোহী গোষ্ঠীর শীর্ষ নেতা আবদুল মালিক আল হুথি গত শুক্রবার এক ঘোষণায় এ আল্টিমেটাম দেন। ঘোষণায় আল হুথি বলেন, আমরা ইসরায়েলিদের চার দিন সময় দিচ্ছি। মধ্যস্থতাকারীদের অনেক প্রচেষ্টার পর গাজায় যুদ্ধবিরতি এসেছে। তাই মধ্যস্থতাকারীদের সম্মানে এই চার দিন সময় দেওয়া হচ্ছে।

এদিকে, হুথির এই ঘোষণাকে সংহতি হিসেবে প্রশংসা করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। সশস্ত্র এ সংগঠনটি এক বিবৃতিতে বলা হয়েছে, এই সাহসী সিদ্ধান্ত হুথি ভাইদের এবং ফিলিস্তিন ও জেরুজালেমের সঙ্গে ভ্রাতৃপ্রতিম ইয়েমেনি জনগণের গভীর বন্ধনের কথাই তুলে ধরে।

গাজা উপত্যকায় গত ১৫ মাস ধরে ইসরায়েল যে গণহত্যা চালিয়েছে তার বিরুদ্ধে ইয়েমেনিদের দেয়া সমর্থনের সম্প্রসারিত রূপ হচ্ছে হুথির এই ঘোষণা।

২০২৩ সালের ৭ অক্টোবর গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধারা ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায়। হামলায় নিহত হন ১ হাজার ২০০ জন। সেই সঙ্গে আরও ২৫১ জনকে জিম্মি হিসেবে গাজায় ধরে নিয়ে যায় তারা।

অতর্কিত সেই হামলার জবাব দিতে এবং জিম্মিদের উদ্ধারে সেদিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। দীর্ঘ ১৫ মাস ধরে চলা সেই অভিযানে নিহত হয়েছেন ৪৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি এবং আহত হয়েছেন এক লক্ষাধিক।

ইসরায়েলি বাহিনী অভিযান শুরুর পর নভেম্বর থেকে লোহিত ও ভূমধ্যসাগরে ইসরায়েল এবং ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা শুরু করে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।

ইরানের মদদপুষ্ট এই গোষ্ঠীটির হাইকমান্ড সে সময় বলেছিল, হামাস ও গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এ পদক্ষেপ নিয়েছে গোষ্ঠীটি।

২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৪ সালের জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত লোহিত ও ভূমধ্যসাগরে শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথিরা। এসব হামলায় বেশ কয়েকটি বাণিজ্যিক জাহাজ ডুবে গেছে এবং নিহত হয়েছেন অন্তত ৪ জন নাবিক।

হুথিদের হামলার কারণে অনেক জাহাজ তাদের রুট পরিবর্তন করতে বাধ্য হয়, ফলে আন্তর্জাতিক জাহাজ চলাচলে ব্যাপক বিশৃঙ্খলা দেখা যেদ।

এদিকে যুক্তরাষ্ট্র, কাতার ও মিসরের ব্যাপক কূটনৈতিক প্রচেষ্টা ও তৎপরতায় গত ১৯ জানুয়ারি থেকে গাজায় তিন পর্বের যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল ও হামাস। এই বিরতির প্রথম পর্বের মেয়াদ ছিল ২ ফেব্রুয়ারি পর্যন্ত।

প্রথম পর্বের মেয়াদ শেষ হওয়ার আগেই হামাস প্রস্তাব দিয়েছিল, ইসরায়েল যদি গাজা উপত্যকা থেকে সব সেনাদের প্রত্যাহার করে নেয়, তাহলে নিজেদের কব্জায় থাকা সব জিম্মিকে মুক্তি দেবে হামাস। কিন্তু ইসরায়েল এই শর্তে সম্মত না হয়ে গত ২ মার্চ থেকে গাজায় খাদ্য ও ত্রাণবাহী ট্রাকের প্রবেশ বন্ধ করে দেয়। ফলে চরম বিপর্যয়কর পরিস্থিতি শুরু হয় গাজায়।

ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়, যদি জিম্মিদের মুক্তিদান অব্যাহত রাখে হামাস, শুধু তাহলেই বাধা তুলে নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ

এমন আরো সংবাদ
এশিয়ান পোস্ট বিডি ডট কম

মঙ্গলবার নতুন কুঁড়ির চূড়ান্ত পর্বের বাছাই শুরু

বিটিভিতে শিশু কিশোরদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’র চূড়ান্ত পর্যায়ের...

ইসরায়েলে পৌঁছুলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ইসরায়েলে পৌঁছেছেন। এয়ার ফোর্স...

১৬ অক্টোবর এইচএসসি’র ফল প্রকাশ

আগামী ১৬ অক্টোবর প্রকাশিত হবে চলতি বছরের এইচএসসি ও...

পিআর পদ্ধতি আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের ইস্যুটি আগামী সংসদের ওপর ছেড়ে...