মঙ্গলবার, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শরৎকাল

ট্রেন্ডিং টপিক

ইসরায়েলে পৌঁছুলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ইসরায়েলে পৌঁছেছেন। এয়ার ফোর্স...

পিআর পদ্ধতি আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের ইস্যুটি আগামী সংসদের ওপর ছেড়ে...

এমপিওভুক্ত শিক্ষকদের লাগাতার কর্মবিরতি, শহীদ মিনারে অবস্থান

২০ শতাংশ হারে বাড়ি ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে...

শিক্ষা ভবনের সামনে সাত কলেজের শিক্ষার্থীদের অবস্থান

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ দ্রুত চূড়ান্ত করে অধ্যাদেশ জারির...

গাজীপুরে পৃথক স্থানে শিশুকে ধর্ষণ চেষ্টা, গ্রেফতার দুই

গ্রাফিক্স : এশিয়ান পোস্ট

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা উত্তর পাড়া এলাকায় বাগে জান্নাত মাদরাসা নামের একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকের বিরুদ্ধে ৭ বছরের এক শিশুকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এছাড়া ৮ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

দু’টি ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

গ্রেফতার শিক্ষক আব্দুল মালেক নেত্রকোনা জেলার কলমকান্দা উপজেলার শিবপুর গ্রামের মাহাতাব উদ্দিনের ছেলে ও অপর যুবকের নাম আরমান হোসেন।

আরমান ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার নিগুয়ারী ইউনিয়নের শামসুল হকের ছেলে। তিনি শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের দরগারচালা গ্রামের মাঝেরটেক এলাকার বাসিন্দা।

ভুক্তভোগী শিশু একই এলাকার একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।

স্থানীয়দের অভিযোগ, মালেক দীর্ঘদিন ধরে মাদরাসার শিশু শিক্ষার্থীদের সঙ্গে অশালীন আচরণ করতেন। সর্বশেষ ৮ বছরের এক শিশুর সঙ্গে তার অশালীন আচরণ বিষয়টি শিশুর পরিবারের সদস্যরা জানতে পারেন। ঘটনাটি জানাজানি হলে শনিবার রাতে ক্ষুব্ধ স্থানীয় জনতা মাদরাসা থেকে অভিযুক্তকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

এদিকে, শ্রীপুরের বরমী দরগারতলা এলাকায় ৮ বছরের এক শিশুকে জঙ্গলে নিয়ে ধর্ষণ ও ভিডিও ধারণ হয়। পুলিশ মোবাইলটি জব্দসহ অভিযুক্ত আরমানকে গ্রেফতার করেছে ।

শনিবার (৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার বরমী ইউনিয়নের দরগারচালা গ্রামের গভীর শাল বনের ভেতর এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরের পর থেকে শিশুটিকে খোঁজাখুজি করছিলেন তার মা-বাবা। বিষয়টি জানতে পেরে আশপাশে খোঁজ করতে থাকেন স্থানীয়রাও। একপর্যায়ে গভীর শালবনের ভেতর শিশুর কান্নার আওয়াজ শুনতে পান তারা। এরপর গভীর গজারি বনের ভেতর গিয়ে শিশুসহ আরমানকে দেখা যায়। এরপর শিশুর কাছে বিস্তারিত জেনে আরমানের মোবাইল ফোন উদ্ধার করে আপত্তিকর ভিডিও দেখতে পান। স্থানীয়রা এসে শিশুকে উদ্ধার করে ধর্ষককে গণধোলাই দিয়ে আটকে রেখে পুলিশে খবর দেন।

উত্তেজিত জনতার হাতে আটকের সময় অভিযুক্ত যুবক আরমান বলেন, শিশুকে ধর্ষণের পর আমি নিজেই ভিডিও ধারণ করেছি। আমার কয়েকজন বন্ধুর ইমোতে ওই আপত্তিকর ভিডিও পাঠিয়েছি। আমাকে কয়েকজন মিলে ইয়াবা ট্যাবলেট সেবন করিয়েছে। এজন্য আমার মাথা ঠিক নাই।

স্থানীয়রা জানান, ভুক্তভোগী শিশুর মা শারীরিক প্রতিবন্ধী, বাবা মাছ বিক্রেতা।

ভুক্তভোগী শিশুর বাবা বলেন, অভিযুক্ত যুবক আমার মেয়েকে বাড়ি থেকে পাশের একটি গভীর শাল বনে নিয়ে অত্যাচার, নির্যাতন করেছে। শিশুকন্যা কান্নাকাটি করলে আশপাশের মানুষ গিয়ে তাকে উদ্ধার করে। আমরা বিচার চাই।

এ ব্যাপারে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ধর্ষণ চেষ্টা ও ধর্ষণের ঘটনায় ঘটনাস্থল গিয়ে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। এছাড়া অভিযুক্ত ধর্ষক আরমানের  মোবাইল ফোনে ধারণ করা কয়েকটি ভিডিও উদ্ধার করা হয়েছে। মোবাইল ফোন জব্দ করা হয়েছে। রাতেই  এ বিষয়ে  থানায় দু’টি আলাদা মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

এমন আরো সংবাদ
এশিয়ান পোস্ট বিডি ডট কম

মঙ্গলবার নতুন কুঁড়ির চূড়ান্ত পর্বের বাছাই শুরু

বিটিভিতে শিশু কিশোরদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’র চূড়ান্ত পর্যায়ের...

ইসরায়েলে পৌঁছুলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ইসরায়েলে পৌঁছেছেন। এয়ার ফোর্স...

১৬ অক্টোবর এইচএসসি’র ফল প্রকাশ

আগামী ১৬ অক্টোবর প্রকাশিত হবে চলতি বছরের এইচএসসি ও...

পিআর পদ্ধতি আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের ইস্যুটি আগামী সংসদের ওপর ছেড়ে...