
সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) আয়োজিত মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে তার এই সফর।
আজ বৃহস্পতিবার দুপুরে তাকে বহনকারী ফ্লাইটটি জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যায়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সৌদি আরবের উদ্দেশ্যে আজ দুপুরে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি জেদ্দায় ওআইসির এক্সট্রা অর্ডিনারি মিটিংয়ে অংশগ্রহণ করবেন।
ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলি দখলদারিত্বের বিষয়ে সৌদি আরবের জেদ্দায় মন্ত্রী পর্যায়ের বৈঠক আয়োজন করেছে ওআইসি। বৈঠক শেষে আগামী ৮ মার্চ দেশে ফেরার কথা রয়েছে তৌহিদ হোসেনের।