
নেত্রকোনার দুর্গাপুরে নৈশপ্রহরী জয়নাল মিয়াকে (৬৫) হত্যার পর সাতটি গরু লুট করে নিয়ে গেছে ডাকাত দল।
বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে সীমান্ত উপজেলা দুর্গাপুরের কাকৈরগড়া ইউনিয়নের গোদারিয়া চৌরাস্তা এলাকার স্থানীয় মাহবুবুল হকের খামারে এই ডাকাতির ঘটনা ঘটে।
নিহত প্রহরী জয়নাল মিয়া (৬৫) উপজেলার পুকুরিয়া গ্রামের হাফিজুদ্দিনের ছেলে।
জানা যায়, উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের গোদারিয়া চৌরাস্তা এলাকার স্থানীয় মাহবুবুল হকের খামারের গরু লুট করতে যায় ডাকাত দল। এ সময় প্রহরী জয়নাল মিয়া বিষয়টি টের পেলে তাকে বেঁধে হত্যা করে ডাকাতদল। এরপর খামারে থাকা ১১টি গরুর মধ্যে সাতটি নিয়ে যায়। বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে স্থানীয়রা এমন ঘটনা দেখে পুলিশে খবর দেন।
পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ জানান, জয়নাল মিয়ার হাত-পা ও মুখ বাঁধা মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ধারণা করা হচ্ছে, ডাকাতির উদ্দেশ্যে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি