
রাজধানীর গাবতলীর শাহী মসজিদ বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।
বৃহস্পতিবার (০৬ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানায় ফায়ার সার্ভিস।
এর আগে রাত ৩টা ৮ মিনিটে আগুন লাগার খবর আসে। ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট পৌঁছায় ৩টা ১২ মিনিটে।
ফায়ার সার্ভিস জানায়, কল্যাণপুর, মোহাম্মদপুর, মিরপুর, ও তেজগাঁও ফায়ার স্টেশনের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে ভোর ৪টা ৩৬ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানায় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ।