
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ছাত্রদল জড়িত থাকার অভিযোগ করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার রাতের হামলার পর আহতরা কুর্মিটোলা হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।
হামলার শিকার শিক্ষার্থীরা জানান, তারা পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিরাজমান সমস্যা সমাধানে সারজিস আলমের সঙ্গে আলোচনা করছিলেন। সেই সময়ই একটি পরিকল্পিত হামলায় ৪০ থেকে ৫০ জন শিক্ষার্থী বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ওপর আক্রমণ চালায়। এতে কয়েকজন গুরুতর আহত হন।
আহতরা দাবি করেছেন, হামলাকারীদের মধ্যে কিছু ছাত্রদলের সদস্য ছিল। হামলার তীব্র নিন্দা জানিয়ে তারা বলেন, হামলাকারী যে দলেরই হোক না কেন, তাদের কোনো দল বা মতের পরিচয় হতে পারে না। তারা সন্ত্রাসী, এবং এই ধরনের সন্ত্রাসীদের কঠোর হাতে দমন করা হবে।
এই হামলার বিষয়ে বিস্তারিত জানাতে আজ বৃহস্পতিবার (৬ মার্চ) বেলা ১২টায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংবাদ সম্মেলন আয়োজনের কথা জানিয়েছেন শিক্ষার্থীরা।