মঙ্গলবার, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শরৎকাল

ট্রেন্ডিং টপিক

ইসরায়েলে পৌঁছুলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ইসরায়েলে পৌঁছেছেন। এয়ার ফোর্স...

পিআর পদ্ধতি আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের ইস্যুটি আগামী সংসদের ওপর ছেড়ে...

এমপিওভুক্ত শিক্ষকদের লাগাতার কর্মবিরতি, শহীদ মিনারে অবস্থান

২০ শতাংশ হারে বাড়ি ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে...

শিক্ষা ভবনের সামনে সাত কলেজের শিক্ষার্থীদের অবস্থান

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ দ্রুত চূড়ান্ত করে অধ্যাদেশ জারির...

বাসচালককে পেটালেন ইউএনও, প্রতিবাদে মহাসড়ক অবরোধ

ছবি: সংগৃহিত

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় রাস্তায় বাস দাঁড়ানোকে কেন্দ্র করে মো. বুলু মিয়া (৪৫) নামে এক চালককে পিটিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম। এ ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে ইউএনওর বিচার দাবি করেছেন।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ বিক্ষোভ মিছিল করেন শ্রমিকরা। অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের ঘটনাস্থলে গিয়ে ঘটনাটি খতিয়ে দেখার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন শ্রমিকরা। এতে পরিস্থিতি শান্ত হয়।

এর আগে সকাল ১০টার দিকে মুক্তাগাছা পৌরসভার সামনের সড়কে বাস দাঁড়ানোকে কেন্দ্র করে বাসচালককে মারধরের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রমজানে যানজট নিয়ন্ত্রণে রাখতে থানার বিপরীতে পৌরসভার পাশে বাস দাঁড়াতে নিষেধ করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম। এরই মাঝে ইসলাম পরিবহনের একটি বাস ওই স্থানে এসে দাঁড়ায়। এতে ক্ষুব্ধ হয়ে ইউএনও আতিকুল ইসলাম বাসে উঠে চালক মো. বুলু মিয়াকে বেধড়ক লাঠিপেটা করেন। এ সময় চালক বুলু মিয়া তার বাম হাতে আঘাতপ্রাপ্ত হন। এ খবর স্থানীয় শ্রমিকদের মাঝে ছড়িয়ে পড়লে তারা ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে ইউএনওর বিচার দাবি করেন।

ছবি: সংগৃহিত

আহত বাসচালক বুলু মিয়া বলেন, ঢাকা যাওয়ার পথে স্থানীয় ভাবকির মোড় থেকে বাসটি চালিয়ে পৌরসভার পাশে আসা মাত্রই ইউএনও বাসে উঠে আমাকে লাঠিপেটা শুরু করেন। এতে আমি মারাত্মকভাবে আহত হই। পরে সহকর্মীরা আমাকে প্রাথমিক চিকিৎসা দেন। সরকারের বড় একজন কর্মকর্তা এভাবে আমাকে মারবেন তা কখনো ভাবতে পারিনি। আমি এর সঠিক বিচার চাই।

এ ঘটনায় ভোগান্তির শিকার বাসযাত্রী পারভীন আক্তার বলেন, ইউএনও বাস চালককে মারধর করায় শ্রমিকরা রাস্তা অবরোধ করেন। এতে আমরা ভোগান্তিতে পড়েছি। পরে খবর পেয়ে দুই ঘণ্টা পর পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি স্বাভাবিক করেছে।

মুক্তাগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন বলেন, বাসচালককে ইউএনও লাঠিপেটা করলে শ্রমিকরা প্রায় দুই ঘণ্টা ময়মনসিংহ টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে যানজটের সৃষ্টি হয়। পরে বিষয়টি নিয়ে বসে সমাধানের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন। তবে চালককে মারধর করা ঠিক হয়নি। যদিও যানজট নিয়ন্ত্রণে সেখানে বাস না দাঁড়ানোর নির্দেশনা ছিল।

তবে এই বিষয়ে জানতে মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলামের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

সর্বশেষ সংবাদ

এমন আরো সংবাদ
এশিয়ান পোস্ট বিডি ডট কম

মঙ্গলবার নতুন কুঁড়ির চূড়ান্ত পর্বের বাছাই শুরু

বিটিভিতে শিশু কিশোরদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’র চূড়ান্ত পর্যায়ের...

ইসরায়েলে পৌঁছুলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ইসরায়েলে পৌঁছেছেন। এয়ার ফোর্স...

১৬ অক্টোবর এইচএসসি’র ফল প্রকাশ

আগামী ১৬ অক্টোবর প্রকাশিত হবে চলতি বছরের এইচএসসি ও...

পিআর পদ্ধতি আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের ইস্যুটি আগামী সংসদের ওপর ছেড়ে...