
দিনাজপুরের বিরামপুরে ফেসবুকে অস্ত্রের ছবি পোস্ট করা নাবিল হোসেন (২২) নামের নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৩ মার্চ) রাত ৯টার দিকে বিরামপুর পৌর শহরের বড়মাঠ থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
নাবিল বিরামপুর পৌর শহরের ইসলামপাড়া মহল্লার নজরুল ইসলামের ছেলে। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিরামপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড শাখার সদস্য।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে নাবিল হোসেন তার ফেসবুক অ্যাকাউন্ট নাবিল (নাবু) থেকে একটি রিভলভার ও ম্যাগাজিনের ছবি পোস্ট করেন। তার ওই ছবির নিচে ডান পাশের কোনায় ইংরেজিতে লাল কালিতে ‘সুইটহার্ট’ লেখা ছিল।
বিষয়টি জানতে পেরে গতকাল সন্ধ্যায় নাবিল হোসেনকে ধরতে অভিযানে নামে পুলিশ। পরে রাত ৯টার দিকে বিরামপুর পৌর শহরের নতুন বাজার এলাকায় বিরামপুর মহিলা কলেজসংলগ্ন বড়মাঠ থেকে তাকে আটক করে পুলিশ।
বিরামপুর থানার ওসি মমতাজুল হক বলেন, ফেসবুকে অস্ত্রের ছবিতে সুইটহার্ট লিখে পোস্ট করায় এক ছাত্রলীগ কর্মীকে আটক করা হয়েছিল। গতবছরের ২৫ অক্টোবর বিএনপিকর্মী বিপ্লব আলম ওরফে বিলুর করা একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। দুপুরের দিকে তাকে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।