
চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার জেল রোড এলাকায় ছিনতাইকারীকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গণপিটুনি দিয়ে ওই ছিনতাইকারীকে পুলিশে দিয়েছে জনতা। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (২ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে শাহ আমানত মাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জিয়াউর। নিহত যুবক এবং আটক ছিনতাইকারীর নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, ওই ছিনতাইকারীকে লালদিঘী মোড় থেকে ধাওয়া করছিলেন স্থানীয়রা। একপর্যায়ে তাকে সামনে থেকে আটকাতে যান এক যুবক। এ সময় ওই যুবককে ছুরিকাহত করে ছিনতাইকারী। অতিরিক্ত রক্তক্ষরণে যুবকটি মারা যান। এরপর ছিনতাইকারীকে ধরে গণপিটুনি দেয় উত্তেজিত জনতা। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করায়।
কোতোয়ালী থানার এএসআই জিয়াউর বলেন, রাত সাড়ে ১২টার দিকে খবর পাই যে, এক ছিনতাইকারীকে ধরার সময় এক যুবক ছুরিকাহত হয়েছেন। ঘটনাস্থলে এসে দেখি, জনগণের হাতে ওই ছিনতাইকারী গণধোলাইয়ের শিকার হয়েছে। আমরা প্রাথমিকভাবে তাকে ধরে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসা দিয়েছি। তার কাছ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে। চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছেন।