
রাজধানীর যাত্রাবাড়ী সিটি মার্কেটের মাছের আড়ত থেকে মো. হাবিব মিয়া (৪৭) নামের এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। রোববার (২ মার্চ) সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আমির হোসেন জানান, আমরা খবর পেয়ে গতরাত দেড়টার দিকে যাত্রাবাড়ী সিটি মার্কেট মৎস্য আড়ত থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি জানান, আমরা জানতে পেরেছি নিহত ওই ব্যক্তি সিটি মার্কেটে মৎস্য আড়তে কাজ করতো। অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। তবুও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।