
রাজধানীর মতিঝিলের আরামবাগ এলাকা থেকে পাঁচ হাজার পিস ইয়াবাসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তারা হলেন— আল-আমিন (৩৮) ও মামুন শেখ (৪০)।
শনিবার (১ মার্চ) রাতে মতিঝিলের আরামবাগ এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। ডিবি বলছে, তারা আন্তঃজেলা মাদককারবারি চক্রের দুই সক্রিয় সদস্য।
ডিবি-লালবাগ বিভাগ সূত্রে জানায়, শনিবার সন্ধ্যায় অভিযানকালে ডিবি পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে পালানোর চেষ্টাকালে মাদককারবারি আল-আমিন ও মামুনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের মূল্য প্রায় ১৫ লাখ টাকা তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, দুজনই সংঘবদ্ধ ও আন্তঃজেলা মাদককারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে কক্সবাজারসহ সীমান্তবর্তী জেলাগুলো থেকে ইয়াবাসহ বিভিন্ন অবৈধ মাদক সংগ্রহ করছিল। পরে সেগুলো তারা রাজধানীর মতিঝিলসহ অন্যান্য এলাকায় বিক্রি করত।