বুধবার, ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শরৎকাল

ট্রেন্ডিং টপিক

ইসরায়েলে পৌঁছুলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ইসরায়েলে পৌঁছেছেন। এয়ার ফোর্স...

পিআর পদ্ধতি আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের ইস্যুটি আগামী সংসদের ওপর ছেড়ে...

এমপিওভুক্ত শিক্ষকদের লাগাতার কর্মবিরতি, শহীদ মিনারে অবস্থান

২০ শতাংশ হারে বাড়ি ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে...

শিক্ষা ভবনের সামনে সাত কলেজের শিক্ষার্থীদের অবস্থান

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ দ্রুত চূড়ান্ত করে অধ্যাদেশ জারির...

মাঠে নামলেই মাইলফলক গড়বেন কোহলি, পেলেন অগ্রীম শুভেচ্ছা

ছবি: সংগৃহিত

ফর্মের উত্থান-পতনের মাঝেই ভারতের সর্বশেষ ম্যাচে নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে অনবদ্য এক সেঞ্চুরি করেছিলেন বিরাট কোহলি। ভারতীয় এই তারকা এবার আরেকটি বড় মাইলফলকের সামনে দাঁড়িয়ে। বর্তমানে খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ওয়ানডে খেলা কোহলি আজ (রোববার) ফর‌ম্যাটটিতে ৩০০তম ম্যাচ খেলতে নামছেন।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপপর্বের শেষ ম্যাচে আজ দুবাইতে ভারত ও নিউজিল্যান্ড মুখোমুখি হবে। এই ম্যাচটিই হবে কোহলির ৩০০তম ওয়ানডে। এখন পর্যন্ত ২১ জন ক্রিকেটার ৩০০ বা তারও বেশি ওয়ানডে খেলার কীর্তি রয়েছে। কোহলি বিশ্ব ক্রিকেটে ২২তম এবং ৭ম ভারতীয় হিসেবে সেই মাইলফলক গড়ার অপেক্ষায় আছেন। বর্তমানে খেলা ক্রিকেটারদের মধ্যে ওয়ানডে ম্যাচের সংখ্যায় এরপরই আছেন বাংলাদেশের মুশফিকুর রহিম (২৭৪), ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (২৭০), মাহমুদউল্লাহ রিয়াদ (২৩৯) ও রবীন্দ্র জাদেজা (২০১)।

ইতোমধ্যে ভারত-নিউজিল্যান্ড ‍উভয় দলই চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল নিশ্চিত করেছে। তাদের আজকের লড়াইয়ে বাছাই করা হবে গ্রুপসেরা দল। দুই দলই তাদের আগের দুই ম্যাচে বাংলাদেশ ও পাকিস্তানকে হারায়। এমনকি নিজেদের শেষ পাঁচ ওয়ানডেতেই জিতেছে ভারত-নিউজিল্যান্ড। কাকতালীয়ভাবে তাদের সর্বশেষ হারানো দলটিও একই। শ্রীলঙ্কার কাছে সর্বশেষ উভয় দল ওয়ানডে ম্যাচ হেরেছে।

পাকিস্তানের বিপক্ষে ভারতের সর্বশেষ ম্যাচে লক্ষ্য তাড়ায় সেঞ্চুরি করেছিলেন কোহলি। যা ২০২৩ সালের নভেম্বরের পর এই তারকার প্রথম ওয়ানডে সেঞ্চুরি। কোহলির প্রশংসা করে তার জাতীয় দলের সতীর্থ লোকেশ রাহুল বলেন, ‘ওয়ানডেতে এটি (৩০০) অনেক বড় সংখ্যা। তিনি অনেক বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন, তিনি কতটা লম্বা সময় ভারতীয় দলকে সেবা দিয়ে যাচ্ছেন এটি তার প্রমাণ। শেষ ম্যাচে তার সেঞ্চুরি ছিল আনন্দের। তার মতো তারকার জন্য ম্যাচজয়ী হওয়ার পাশাপাশি এমন ইনিংস খেলাও সামর্থ্যের ভালো উদাহরণ।’

কোহলির এমন মাইলফলক নিয়ে স্তুতিবাক্য শুনিয়েছেন কিউই তারকা মাইকেল ব্রেসওয়েলও। তিনি বলেন, ‘আমার মতে এটি অনেক বড় অর্জন। ক্যারিয়ারে ৩০০ (ওয়ানডে) ম্যাচ খেলা খুবই অসাধারণ কিছু এবং সেটি কেবল একটি ফরম্যাটেই। তিনি কেমন ক্যারিয়ার গড়েছেন তাও এই সংখ্যাতেই প্রকাশ পায়। ভারতীয় লাইনআপের সেরা ব্যাটারদের মধ্যে তিনি একজন এবং তারা এখন অনেক ক্রিকেট খেলছে।’

পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং করার সময়ই ওয়ানডেতে ১৪ হাজার রানের ক্লাবে প্রবেশ করেন কোহলি। যা বিশ্বে মাত্র তৃতীয়। কোহলির আগে ওই মাইলফলক গড়েন আরেক দুই কিংবদন্তি ভারতের শচীন টেন্ডুলকার ও শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা। একইসঙ্গে ২০০৮ সালে অভিষেক হওয়া কোহলির ওয়ানডেতে সেঞ্চুরি সংখ্যা ৫১। সব ফরম্যাট মিলিয়ে তার তিন অঙ্কের ম্যাজিক ফিগার ৮২টি।

সর্বশেষ সংবাদ

এমন আরো সংবাদ
এশিয়ান পোস্ট বিডি ডট কম

মঙ্গলবার নতুন কুঁড়ির চূড়ান্ত পর্বের বাছাই শুরু

বিটিভিতে শিশু কিশোরদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’র চূড়ান্ত পর্যায়ের...

ইসরায়েলে পৌঁছুলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ইসরায়েলে পৌঁছেছেন। এয়ার ফোর্স...

১৬ অক্টোবর এইচএসসি’র ফল প্রকাশ

আগামী ১৬ অক্টোবর প্রকাশিত হবে চলতি বছরের এইচএসসি ও...

পিআর পদ্ধতি আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের ইস্যুটি আগামী সংসদের ওপর ছেড়ে...