মঙ্গলবার, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শরৎকাল

ট্রেন্ডিং টপিক

ইসরায়েলে পৌঁছুলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ইসরায়েলে পৌঁছেছেন। এয়ার ফোর্স...

পিআর পদ্ধতি আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের ইস্যুটি আগামী সংসদের ওপর ছেড়ে...

এমপিওভুক্ত শিক্ষকদের লাগাতার কর্মবিরতি, শহীদ মিনারে অবস্থান

২০ শতাংশ হারে বাড়ি ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে...

শিক্ষা ভবনের সামনে সাত কলেজের শিক্ষার্থীদের অবস্থান

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ দ্রুত চূড়ান্ত করে অধ্যাদেশ জারির...

গোবিন্দর থেকে আলাদা করবে কেউ ভেবে থাকলে সামনে আসুন : সুনীতা

ছবি : সংগৃহিত

বেশ ক’দিন ধরেই গোবিন্দ’র সংসার ভাঙনের গুঞ্জনে সরগরম বলিউড। বিয়ের ৩০ বছর পর নাকি সংসার ভাঙছে এ তারকা দম্পতির। এ কথা শুনে বলিউডের বাকিরা বিস্ময়ে তলিয়ে গেছেন। যদিও বলিউডে বিয়ে ভাঙার ঘটনা নতুন কিছু নয়।

সংসার ভাঙনের গুঞ্জন নিয়ে গোবিন্দ বেশি কথা বলেননি। বরং সুনীতার কিছু বক্তব্য আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। যেমন, কখনো সন্তানদের উপস্থিতিতে তিনি ফটো সাংবাদিকদের জানিয়েছেন, তার স্বামী ‘ভ্যালেন্টাইন’র সঙ্গে রয়েছেন! এ কথায় নতুন করে তোলপাড় শুরু হয়েছিল। শোনা যাচ্ছে, গোবিন্দ নাকি এক মরাঠি অভিনেত্রীর প্রেমে পড়েছেন। সে খবরেই কি সত্যতা জানলেন সুনীতা? কখনো এমনো দাবি করেছেন, তৃতীয় ব্যক্তি তো কিছুতেই তাদের জীবন থেকে যাবেন না। নিজের জন্মদিন একাই পালন করেন— ইত্যাদি।

পাশাপাশি আরও জানা গেছে, মাস ছয়েক আগে আইনি বিচ্ছেদ চেয়ে গোবিন্দকে নোটিশ পাঠিয়েছিলেন সুনীতা। আইনজীবী জানিয়েছিলেন এ কথা। ঈশ্বরের কাছে সুনীতা নাকি এমনটাও প্রার্থনা করেছেন, আগামী সাত জন্মে যেন গোবিন্দকে স্বামী হিসেবে না পান। গুঞ্জন আরও জোরালো হয় তারকা দম্পতির আলাদা বসবাস নিয়ে। গোবিন্দ থাকেন নিজের বাংলোয়। সুনীতা বিপরীত দিকের একটি বাড়িতে থাকছেন।

গোজিন্দ-আহুজার গুঞ্জনের সত্যতা বিচারের আগে সবার মাঝে প্রশ্ন জেগেছে, সংসার ভাঙনের খবরের সূত্রপাত কবে, কীভাবে হয়েছে? গত অক্টোবর নিজের বাড়িতেই পায়ে গুলি লেগে গুরুতর আহত হন গোবিন্দ। নিজের রিভলভারের গুলিতে আহত হয়েছিলেন এ অভিনেতা। সেই সময় অভিনেত্রী শিল্পা শেঠি হাসতে হাসতে প্রশ্ন তুলেছিলেন, সুনীতাই কি রাগের মাথায় পায়ে গুলি করেছেন? সঙ্গে সঙ্গে বাকিদের মনে সন্দেহ জেগেছিল, তাহলে কি গোবিন্দ-সুনীতা ভালো নেই? এই ঘটনা কি তারই আভাস? অভিনেতা অবশ্য বিষয়টি দ্রুত ধামাচাপা দিয়ে জানিয়েছিলেন, সুনীতা সেই সময় বাড়িতে ছিলেন না। মন্দিরে গিয়েছিলেন পূজা দিতে।

বিষয়টি নিয়ে এভাবেই বিভিন্ন প্রশ্ন ও আলোচনার কারণে যখনই জটিল থেকে জটিলতর, তখনই মুখ খুললেন সুনীতা। শুক্রবার দিনগত রাত থেকে তার একটি কথা সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। সেখানে জোরগলায় তিনি ছাদ আলাদা করার কারণ জানিয়েছেন। তার ভাষ্য, ‘মেয়ে বড় হয়েছে। বাড়িতে আমি শর্টস পরে থাকি। এ দিকে তিনি (গোবিন্দ) রাজনীতিতে যোগ দিয়েছেন। ফলে, কর্মকর্তারা বাড়িতেই আসেন। বাধ্য হয়ে তাই আমরা তার অফিসে থাকি। পুরোটাই নিজেদের গোপনীয়তা বজায় রাখতে।’

সুনীতা আরও যোগ করেছেন, ‘আমাকে গোবিন্দর থেকে আলাদা করবে এত ক্ষমতা কারো নেই। কেউ এরকম কিছু ভেবে থাকলে সামনে আসুন!’ আর স্বামীর ‘ভ্যালেন্টাইন’র থাকার বিষয়টি? গোবিন্দর স্ত্রী সেই জবাবও দিয়েছেন। তার মতে, তিনি রসিকতা করেছিলেন। গোবিন্দের ‘ভ্যালেন্টাইন’ তার কাজ। কাজ ছাড়া অভিনেতা থাকতে পারেন না। আবারও নতুন সিনেমার কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন।

সর্বশেষ সংবাদ

এমন আরো সংবাদ
এশিয়ান পোস্ট বিডি ডট কম

মঙ্গলবার নতুন কুঁড়ির চূড়ান্ত পর্বের বাছাই শুরু

বিটিভিতে শিশু কিশোরদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’র চূড়ান্ত পর্যায়ের...

ইসরায়েলে পৌঁছুলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ইসরায়েলে পৌঁছেছেন। এয়ার ফোর্স...

১৬ অক্টোবর এইচএসসি’র ফল প্রকাশ

আগামী ১৬ অক্টোবর প্রকাশিত হবে চলতি বছরের এইচএসসি ও...

পিআর পদ্ধতি আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের ইস্যুটি আগামী সংসদের ওপর ছেড়ে...