মঙ্গলবার, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শরৎকাল

ট্রেন্ডিং টপিক

ইসরায়েলে পৌঁছুলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ইসরায়েলে পৌঁছেছেন। এয়ার ফোর্স...

পিআর পদ্ধতি আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের ইস্যুটি আগামী সংসদের ওপর ছেড়ে...

এমপিওভুক্ত শিক্ষকদের লাগাতার কর্মবিরতি, শহীদ মিনারে অবস্থান

২০ শতাংশ হারে বাড়ি ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে...

শিক্ষা ভবনের সামনে সাত কলেজের শিক্ষার্থীদের অবস্থান

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ দ্রুত চূড়ান্ত করে অধ্যাদেশ জারির...

ময়মনসিংহে মাটি খুঁড়ে পাওয়া গেলো রাজার আমলের সিন্দুক

ছবি : সংগৃহিত

ময়মনসিংহের গৌরীপুর সাবরেজিস্ট্রার কার্যালয়ে টিনশেডের একটি জীর্ণ স্থাপনার মাটি খুঁড়ে দুটি পুরোনো সিন্ধুক পাওয়া গেছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে মাটি খুঁড়ে এসব সিন্ধুক উত্তোলন করা হয়।

জানা যায়, মেঝেতে লোহার সিন্দুকের কিছু অংশ ভেসে উঠলে কার্যালয়ের লোকজন দেখতে পান। বিষয়টি জানাজানি হওয়ায় চারদিকে হুলুস্থুল পড়ে যায়। কারণ গৌরীপুর এলাকাটি একসময় জমিদার ও প্রভাবশালী ব্যক্তিদের দখলে ছিল। ফলে সিন্দুকে স্বর্ণালংকারসহ গুরুত্বপূর্ণ কিছু রয়েছে বলে ধারণা করেন স্থানীয়রা। পরে সোমবার দুপুরে মাটি খুঁড়ে প্রথমে একটি সিন্দুক পাওয়া যায়। পরে পাশে মাটি খুঁড়লে মেলে আরেকটি সিন্দুক। পরে এগুলো সবার সামনে খোলা হয়।

সাবরেজিস্ট্রার কার্যালয় সূত্র জানায়, ১৯১২ সালে সাবরেজিস্ট্রার অফিসটি প্রতিষ্ঠিত হয়। যে স্থানটি খুঁড়ে দুটি সিন্দুক পাওয়া গেছে, সেটি ব্রিটিশ আমলের তৈরি। এটি রেকর্ড রুম হিসেবে ব্যবহৃত হলেও ১৯৮০ সালের পর ব্যবহৃত হয়নি। ধীরে ধীরে জরাজীর্ণ হয়ে ভেঙে পড়ছে।

দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক গোলাম হাসিবেশ বলেন, টিনশেডের জীর্ণ স্থাপনা ভেঙে সেখানে নতুন স্থাপনা নির্মাণের জন্য কাজ শুরু হবে। জীর্ণ স্থাপনাটির মেঝেতে লোহার সিন্দুকের কিছু অংশ দেখা যাওয়ায় হুলুস্থুল পড়ে যায়। পরে সেগুলো খুলে ১৯৮০ সালের একটি বায়নাপত্র দলিল, দুটি নোটিশ ও দুটি চাবি ও অব্যবহৃত সিল ছাড়া আর কিছু পাওয়া যায়নি।

এদিকে সিন্দুক পাওয়ার খবর ছড়িয়ে পড়লে উপজেলার বিভিন্ন এলাকা থেকে লোকজন দেখতে আসেন। গৌরীপুর পৌর শহরের বাসিন্দা সারোয়ার হোসেন জাগো নিউজকে বলেন, গৌরীপুরে জমিদার বাড়ি রয়েছে। জমিদাররা পরিবার নিয়ে থাকতেন। এছাড়া অনেক ধনাঢ্য ব্যক্তিও এই এলাকায় থাকতেন। রাজার আমলের সিন্দুকের সন্ধান মিলেছে জানতে পেরে দেখার আগ্রহ নিয়ে ছুটে আসি। যা ভেবেছিলাম তা হলো না। সিন্দুকে গুরুত্বপূর্ণ কিছু নেই।

স্থানীয় আজিজুল ইসলাম নামের আরেকজন বলেন, সাবরেজিস্ট্রার, দলিল লেখক সমিতির নেতারাসহ স্থানীয় মানুষের উপস্থিতিতে শ্রমিকরা মাটি খুঁড়ে দুটি সিন্দুক তুলে। সিন্দুক খোলার আগ পর্যন্ত সবাই আগ্রহ সহকারে অপেক্ষা করছিল। হাতুড়ি ও শাবল দিয়ে ভেঙে সিন্দুক খুলে উল্লেখযোগ্য কিছুই পাওয়া যায়নি।

গৌরীপুর উপজেলার সাবরেজিস্ট্রার মো. রফিকুল ইসলাম বলেন, কর্তৃপক্ষের অনুমতি নিয়ে সিন্দুক দুটি মাটি থেকে তোলা হয়। কিন্তু গুরুত্বপূর্ণ কিছু পাওয়া যায়নি। দুটি সিন্দুক সংরক্ষণ করে রেখেছি।

সর্বশেষ সংবাদ

এমন আরো সংবাদ
এশিয়ান পোস্ট বিডি ডট কম

মঙ্গলবার নতুন কুঁড়ির চূড়ান্ত পর্বের বাছাই শুরু

বিটিভিতে শিশু কিশোরদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’র চূড়ান্ত পর্যায়ের...

ইসরায়েলে পৌঁছুলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ইসরায়েলে পৌঁছেছেন। এয়ার ফোর্স...

১৬ অক্টোবর এইচএসসি’র ফল প্রকাশ

আগামী ১৬ অক্টোবর প্রকাশিত হবে চলতি বছরের এইচএসসি ও...

পিআর পদ্ধতি আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের ইস্যুটি আগামী সংসদের ওপর ছেড়ে...