মঙ্গলবার, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শরৎকাল

ট্রেন্ডিং টপিক

ইসরায়েলে পৌঁছুলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ইসরায়েলে পৌঁছেছেন। এয়ার ফোর্স...

পিআর পদ্ধতি আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের ইস্যুটি আগামী সংসদের ওপর ছেড়ে...

এমপিওভুক্ত শিক্ষকদের লাগাতার কর্মবিরতি, শহীদ মিনারে অবস্থান

২০ শতাংশ হারে বাড়ি ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে...

শিক্ষা ভবনের সামনে সাত কলেজের শিক্ষার্থীদের অবস্থান

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ দ্রুত চূড়ান্ত করে অধ্যাদেশ জারির...

২৮ অক্টোবরের সংঘর্ষের ঘটনায় পুলিশের সম্পৃক্ততা ছিল: আদালত

ছবি: সংগৃহীত

রাজধানীর নয়াপল্টনে ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ চলাকালে কাকরাইল ও আশেপাশের এলাকায় সংঘর্ষের ঘটনায় পুলিশের সম্পৃক্ততা ছিল বলে মন্তব্য করেছেন আদালত।

সোমবার যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক এডিসি শাহেন শাহ’র রিমান্ড শুনানিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন এ মন্তব্য করেন।

এদিন শাহেন শাহ’র ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। পরে শুনানি শেষে আদালত তাকে ৩ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।

আদালত বলেন, ২৮ তারিখে পুলিশের সম্পৃক্ততা ছিল আমরা টেলিভিশনে দেখেছি।

শুনানিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পিপি ওমর ফারুক ফারুকী বলেন, ২০২৩ সালের ২৮ অক্টোবর ডিবি হারুন ও শাহেন শাহ রমনার দায়িত্বে ছিল। বিএনপির এই আন্দোলন বানচালের জন্য পরিকল্পনা করে তারা। পরবর্তীতে তাদের সহায়তায় মেয়র জাহাঙ্গীর বিএনপি নেতাকর্মীদের উপর গুলি করেন।

তিনি বলেন, বিএনপি যেদিন সমাবেশ ডাকতো সেদিন আওয়ামী লীগও সবসময় একটা সমাবেশ ডাকতো। আর তার নাম দিত শান্তি সমাবেশ। কিন্তু তাদের হাতে থাকতো অস্ত্র। আর এতে হারুন, শাহেন শাহ’র নির্দেশে সহায়তা করতো পুলিশ বাহিনী।

পরে শুনানিতে শাহেন শাহ’র আইনজীবী বলেন, এজাহারে তার কথা কোথাও উল্লেখ নেই। সে এই ঘটনার সাথে সম্পৃক্ত না। এসময় আদালত বলেন, ”আপনাদের পিটিশনে আছে উনি তখন সেখানে দায়িত্বে ছিলেন। সেখানে পুলিশের সম্পৃক্ততা ছিল আমরা সেটা টিভিতে দেখেছি।” পরে আদালত আদেশ দেন।

এছাড়াও রাজধানীর ভাটারা থানাধীন এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক সোহাগ মিয়া হত্যা মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অন্যদিকে রাজধানীর মিরপুর থানার আসিফ হত্যা মামলায় এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে তিন দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

এছাড়া রাজধানীর তেজগাঁও থানার হত্যাচেষ্টা মামলায় ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শামীমা আক্তারকে ২ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সোমবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তারা আসামিদের আদালতে উপস্থিত করে বিভিন্ন মেয়াদে রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তিতর্ক পেশ করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত সব আসামির জামিন নামঞ্জুর করে বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে রাজধানীর কাফরুল থানার রাব্বি ও মাহবুব হাসান মামুন হত্যা মামলায় কাফরুল থানা আওয়ামী লীগের সভাপতি জামাল মোস্তফা ও সহ-সভাপতি তাজুল ইসলাম ওরফে তাজুকে ২ দিন করে মোট ৪ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এছাড়া ভাটারা থানার সোহাগ মিয়া হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদ সিন্ধু ও হাবিবুর রহমানের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন শুনানি শেষে এ আদেশ দেন।

সাবেক আইজিপি মামুন, সাদেক খানসহ নতুন মামলায় গ্রেফতার ৫
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক রাজধানীর বিভিন্ন থানার হত্যা ও হত্যাচেষ্টা মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমুসহ পাঁচজনকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। গ্রেফতার দেখানো অন্যরা হলেন, সাবেক সংসদ সদস্য মো. সাদেক খান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শাফি মুদ্দাসির খান জ্যোতি ও মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সভাপতি মো. নাইমুল ইসলাম রাসেল।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) এসব মামলার তদন্ত কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন তাদের গ্রেফতার দেখানোর আদেশ দেন।

এর মধ্যে আদাবর থানার হত্যা মামলায় সাবেক আইজিপি মামুন, খিলগাঁও থানার হত্যা মামলায় আমির হোসেন আমু, মোহাম্মদপুর থানার হত্যা মামলায় সাদেক খানকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও রামপুরা থানার হত্যাচেষ্টা মামলায় শাফি মুদ্দাসির খান জ্যোতি ও মোহাম্মদপুর থানার হত্যা মামলায় মো. নাইমুল ইসলাম রাসেলকে গ্রেফতার দেখানো হয়েছে।

সর্বশেষ সংবাদ

এমন আরো সংবাদ
এশিয়ান পোস্ট বিডি ডট কম

মঙ্গলবার নতুন কুঁড়ির চূড়ান্ত পর্বের বাছাই শুরু

বিটিভিতে শিশু কিশোরদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’র চূড়ান্ত পর্যায়ের...

ইসরায়েলে পৌঁছুলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ইসরায়েলে পৌঁছেছেন। এয়ার ফোর্স...

১৬ অক্টোবর এইচএসসি’র ফল প্রকাশ

আগামী ১৬ অক্টোবর প্রকাশিত হবে চলতি বছরের এইচএসসি ও...

পিআর পদ্ধতি আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের ইস্যুটি আগামী সংসদের ওপর ছেড়ে...