
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা পরিষদ সংলগ্ন মদিনা প্যালেসের ভাড়াটিয়াদের ৫ টি ফ্ল্যাটে সংঘটিত হয়েছে। আজ ২৩ ফেব্রুয়ারি রোজ রবিবার আনুমানিক বেলা ১১ টা ৩০ মিনিটের সময় এ চুরি সংঘটিত হয়।
ফ্লাট ভাড়াটিয়া সূত্রে জানা যায়, ফ্ল্যাটগুলিতে বসবাসরত সকলেই চাকরিজীবী। সকালে প্রতিদিনের মতোই বাসায় তালা মেরে কর্মস্থলে চলে যান তারা। এই সুযোগে চোরের সঙ্ঘবদ্ধ দলটি চুরি করতে সক্ষম হয়। তারা স্বর্ণালংকারসহ নগদ টাকা নিয়ে যায়। তবে ধারণা করা হচ্ছে, সঙ্ঘবদ্ধ চোর চক্রটি না ভেঙ্গে কেমিক্যাল ব্যবহার করে তালা খুলেছে।
এ বিষয়ে মদিনা প্যালেসের মালিক মোস্তফা শরীফ জানান, কিছু বখাটে যুবক উপজেলা পরিষদের আসেপাশে প্রতি নিয়ত গাঁজা ও ইয়াবা সেবন করে আসছে। এই চুরিটি তাদের দ্বারাই সংগঠিত হতে পারে।
চুরির বিষয়ে অনুসন্ধানে নেমেছে মঠবাড়িয়া থানা পুলিশ। অধিকতর তদন্তে চোর চক্রটিকে আইনের আওতায় আনা সম্ভব হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় চাপা আতঙ্ক বিরাজ করছে।