
নওগাঁর বদলগাছীতে স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েলের ১৬৮তম জন্মবার্ষিকী ও বিপি দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ স্কাউটস বদলগাছী উপজেলা শাখার আয়োজনে পরিষদের হলরুমে এক আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
স্কাউট উপজেলা শাখার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিউল আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আমিরুল ইসলাম প্রমূখ।
আয়োজনে স্বাগত বক্তব্য রাখেন, স্কাউট উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. ইখতিয়ার হোসেন।
আলোচনা সভায় স্কাউটস আন্দোলনে প্রতিষ্ঠাতা রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল এর বর্ণাঢ্য কর্মময় জীবন নিয়ে আলোচনা করা হয়।
শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী স্কাউট শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।