
হবিগঞ্জে এক জামায়াত নেতার স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বাহুবল উপজেলার পশ্চিম জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মিনারা বেগম উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি আব্দুল আহাদের স্ত্রী।
এ বিষয়ে আব্দুল আহাদ জানান, বিকেলে স্ত্রী মিনারা বেগম ও সাত মাসের শিশু কন্যাকে বাসায় রেখে বিভিন্ন প্রোগ্রামে যোগ দেন তিনি। এ সুযোগে একদল দুর্বৃত্ত বাসায় ঢুকে তার স্ত্রীকে হত্যা করে। সন্ধ্যায় তিনি স্ত্রীর মোবাইল ফোনে বার বার কল দিলেও রিসিভ করেননি। পরে তড়িঘড়ি করে বাসায় ফেরেন তিনি। বাসায় ঢুকে রক্তাক্ত অবস্থায় স্ত্রী মিনারা বেগমের লাশ দেখতে পান। পরে তিনি চিৎকার ও কান্নাকাটি করলে স্থানীয়রা ছুটে এসে পুলিশে খবর দেন।
এ প্রসঙ্গে হবিগঞ্জ সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল) জহিরুল ইসলাম জানান, দুর্বৃত্তরা মিনারা বেগমকে ছুরিকাঘাত করে হত্যা করেছে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পুলিশ ঘটনাটির তদন্ত করছে বলেও জানিয়েছেন তিনি।