মঙ্গলবার, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শরৎকাল

ট্রেন্ডিং টপিক

ইসরায়েলে পৌঁছুলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ইসরায়েলে পৌঁছেছেন। এয়ার ফোর্স...

পিআর পদ্ধতি আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের ইস্যুটি আগামী সংসদের ওপর ছেড়ে...

এমপিওভুক্ত শিক্ষকদের লাগাতার কর্মবিরতি, শহীদ মিনারে অবস্থান

২০ শতাংশ হারে বাড়ি ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে...

শিক্ষা ভবনের সামনে সাত কলেজের শিক্ষার্থীদের অবস্থান

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ দ্রুত চূড়ান্ত করে অধ্যাদেশ জারির...

যাকাতের মাধ্যমে দরিদ্রদের স্বাস্থ্যসেবায় ভূমিকা রাখছেন পাবনার চিকিৎসকরা

ছবি : সংগৃহিত

দরিদ্র অসহায় মানুষদের চিকিৎসায় যাকাতের মাধ্যমে সহযোগিতা করছেন পাবনার চিকিৎসকরা। স্বাস্থ্যসেবায় এই যাকাত প্রকল্পের মাধ্যমে অনেক দরিদ্র ও চিকিৎসাবঞ্চিত মানুষ উপকৃত হচ্ছেন। গত বছর থেকে শুরু হওয়া এ প্রকল্পে এবছর আরো বেশি মানুষকে স্বাস্থ্যসেবায় যাকাতের সহযোগিতা পৌঁছে দিতে চান চিকিৎসকরা।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল নয়টায় ২৫০ শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে আয়োজিত ‘যাকাত দিয়ে দরিদ্রতা বিমোচন’ এর বিশেষ আলোচনা সভায় এ কথা জানান চিকিৎসকরা।

স্বাস্থ্যসেবায় যাকাত প্রকল্প পাবনার সভাপতি অধ্যাপক ডা. মো. ওমর আলীর সভাপতিত্বে সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ মো. মাহাতাব উদ্দিন বিশ্বাস।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, স্বাস্থ্যসেবায় যাকাত প্রকল্প পাবনার সহ-সভাপতি ডা. ইফতেখার মাহমুদ, পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. রফিকুল হাসান, পাবনা আলিয়া মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা আব্দুস সোবহান, ডা. সালেহ মুহাম্মাদ আলী, ডা. আইনুল হক, ডা. শাহরিয়ার কবির, ডা. নার্গিস সুলতানা। স্বাগত বক্তব্য দেন, স্বাস্থ্যসেবায় যাকাত প্রকল্প পাবনার সাধারণ সম্পাদক ডা. এম এ সাত্তার।

স্বাস্থ্যসেবায় যাকাত প্রকল্প পাবনার সাধারণ সম্পাদক ডা. এম এ সাত্তার বলেন, গত বছর থেকে আমাদের এ প্রকল্প শুরু হয়েছে। ২০২৪ সালে আমরা ২ লাখ ৩০ হাজার টাকা যাকাতের অর্থ সংগ্রহ করতে পেরেছিলাম। সেখান থেকে ২৪ জন হতদরিদ্র মানুষকে অপারেশন ও চিকিৎসা সহায়তা করতে পেরেছি। যাকাতের অর্থ নিয়ে চিকিৎসকরা যদি এগিয়ে আসেন তাহলে দেশ ও মানুষের কাজে লাগবে।

স্বাস্থ্যসেবায় যাকাত প্রকল্প সভাপতি অধ্যাপক ডা. মো. ওমর আলী বলেন, আমাদের সমাজে অনেক গরীব মানুষ আছেন, যারা টাকার অভাবে চিকিৎসা করাতে পারেন না। আবার অনেকের কাছে টাকা চেয়েও পায় না। আমাদের এই উদ্যোগে যাকাতের অর্থ সংগ্রহের মাধ্যমে ফান্ড তৈরি করা। এর মাধ্যমে গরীব অসহায় মানুষদের চিকিৎসাসেবা কিছুটা হলেও নিশ্চিত করতে পারবো। তাই সকল চিকিৎসকদের প্রতি আহ্বান আপনারা যাকাতের অর্থ দিয়ে আমাদের এই উদ্যোগকে সহযোগিতা করবেন।

পাবনা কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মো. মাহাতাব উদ্দিন বিশ্বাস বলেন, “চিকিৎসকরা যে উদ্যোগ নিয়েছেন তা খুবই প্রশংসনীয় উদ্যোগ। সমাজের যারা নিতান্তই অসহায় গরীব টাকার অভাবে চিকিৎসা পাচ্ছেন না তাদের জন্য অনেক উপকারে আসবে। এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানাই। আমিও আমার সাধ্যমতো যাকাতের অর্থ সহায়তার মাধ্যমে তাদের পাশে থাকবো।’

আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. জাহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রকল্পের সফলতা কামনায় দোয়া করা হয়।

 

সর্বশেষ সংবাদ

এমন আরো সংবাদ
এশিয়ান পোস্ট বিডি ডট কম

মঙ্গলবার নতুন কুঁড়ির চূড়ান্ত পর্বের বাছাই শুরু

বিটিভিতে শিশু কিশোরদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’র চূড়ান্ত পর্যায়ের...

ইসরায়েলে পৌঁছুলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ইসরায়েলে পৌঁছেছেন। এয়ার ফোর্স...

১৬ অক্টোবর এইচএসসি’র ফল প্রকাশ

আগামী ১৬ অক্টোবর প্রকাশিত হবে চলতি বছরের এইচএসসি ও...

পিআর পদ্ধতি আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের ইস্যুটি আগামী সংসদের ওপর ছেড়ে...