
খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকায় ২২ তলা ডেল্টা ভবনের সামনে দুর্বৃত্তদের হামলায় আল আমিন (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নগরীর সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আল আমিন বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার হিজলা গ্ৰামের আইয়ুব আলী শেখের ছেলে। তিনি মোবাইল ফোন অপারেটর প্রতিষ্ঠান বাংলালিংকের সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন।
নগরীর সোনাডাঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম বলেন, সকালে মোটরসাইকেল চালিয়ে আল আমিন কর্মস্থলে যাচ্ছিলেন। পেছন থেকে দুটি মোটরসাইকেলে আসা চার ব্যক্তি তার শরীরের পেছনে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে মোটরসাইকেল থেকে তিনি পড়ে যান। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এরপর সেখানে তিনি মারা যান।
হাসপাতাল সূত্রে জানা যায়, আহত যুবককে হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।