
ফেনী শহরের ট্রাংক রোডে একটি কার্টুনের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ রাত আড়াইটার দিকে শহরের ট্রাংক রোডে প্রেস ক্লাবের বিপরীত পাশে একটি কার্টুনের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে গোডাউন ছাড়াও পার্শ্ববর্তী রস মেলার দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
রসমেলার ম্যানেজার শাহাদাত হোসেন বলেন, আগুনে কনফেকশনারি, বেকারিসহ পুরোদোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। সবমিলিয়ে আমাদের বড় অঙ্কের ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে ফেনী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল ফারুক পাশা বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ জানা যায়নি।