
অপারেশন ডেভিল হান্টে পিরোজপুরে ১০ দিনে ৩৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা জেলার আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থক বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, পিরোজপুরে ডেভিল হান্ট অভিযানে কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলার চিরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. লাইকুজ্জামান মিন্টু, কাউখালী উপজেলা যুবলীগের সহ-সম্পাদক সঞ্জয় শীল, পিরোজপুর সদর উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক মো. তানভীর আহামদ, মঠবাড়িয়া উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো. বাবু শরীফসহ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের কর্মী-সমর্থকদের গ্রেপ্তার করা হয়েছে।
পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মাদ আবু নাসের বলেন, গত ৯ ফেব্রুয়ারি থেকে থানা পুলিশ, ডিবি, র্যাব-৮, আনসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ ১৫৪টি অভিযানে বিভিন্ন নাশকতা ও মাদক মামলায় ৩৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া গত ১০ দিনে ডেভিল হান্টের পাশাপাশি অভিযানের সময় গ্রেপ্তারি পরোয়ানা ও নিয়মিত মামলার ৫১ জন আসামিসহ মোট ৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সুপার আরও বলেন, ডেভিল হান্ট অপারেশন উপলক্ষ্যে পিরোজপুর জেলায় প্রতিদিন ১১টি চেকপোস্ট ও ১৬টি পুলিশি টহল চলমান রয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।