
বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে (শেবাচিম) শিক্ষক সংকট ২৪ ঘণ্টার মধ্যে নিরসনের দাবিতে শাটডাউন ঘোষণা করেছে শিক্ষার্থীরা।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে ক্যাম্পাসে বিক্ষোভ শেষে প্রশাসনিক ভবনের গেটে তালা ঝুলিয়ে দেয় তারা।
এ সময় শিক্ষার্থীরা প্রজ্ঞাপন জারি করে শিক্ষক সংকট দূর করাসহ কমিউনিটি মেডিসিন, মাইক্রোবায়োলজি, প্যাথলজিসহ অন্যান্য বিভাগের বদলি করা শিক্ষকদের স্বপদে পুনরায় বহালের দাবি জানান।
শিক্ষার্থীরা জানান, দেশের অন্যতম প্রধান চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠান শেবাচিমে বর্তমানে চরম শিক্ষক সংকট চলছে। এতে আমাদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি স্বাস্থ্যসেবা প্রদানের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে।
বর্তমানে কলেজের মেডিসিন, মাইক্রোবায়োলজি, প্যাথোলজি, ফিজিওলজি, সিসিইউ, গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগ, ডেন্টাল ইউনিটেও শিক্ষক সংকট প্রকট আকার ধারণ করেছে। এ সংকট অব্যাহত থাকলে চিকিৎসা ব্যবস্থার ওপরও নেতিবাচক প্রভাব ফেলবে।
শেবাচিমের অধ্যক্ষ ফয়জুল বাশার বলেছেন, বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ে কথা হয়েছে। দ্রুত সমস্যার সমাধান করা হবে।