
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ঘুমধুম সীমান্ত এলাকা থেকে মিয়ানমার থেকে ছোড়া অবিস্ফোরিত মর্টাল শেল উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ছয়টার দিকে তুমব্রু বাজার থেকে মর্টাল শেলটি উদ্ধার করে পুলিশ। নাইক্ষ্যংছড়ি থানার ওসি মাসরুরুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেল পৌনে ছয়টার দিকে এক যুবক ঘুমধুম তুমব্রু বাজারে অবিস্ফোরিত মর্টাল শেল বিক্রি করতে আসে। খবর পেয়ে অবিস্ফোরিত মর্টার শেলটি উদ্ধার করে নিরাপদ স্থানে রেখে দেয় পুলিশ সদস্যরা। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
নাইক্ষ্যংছড়ি থানার ওসি মাসরুরুল হক বলেন, ঘুমধুম ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড কোলাল পাড়া জাহাঙ্গীর আলম বাড়ির পাশের পাহাড়ের ওপর জ্বালানি কাঠ সংগ্রহের সময় টয়লেটের পাশের গর্তে মর্টার শেলটি পায়। পরে সন্ধ্যা পৌনে ছয়টার দিকে তুমব্রু বাজারে বিক্রি করতে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে, সামরিক বাহিনীর বোম ডিসপোজাল টিমকে সংবাদ দেওয়া হয়েছে।