
সিরাজগঞ্জের শাহজাদপুরে নসিমনের সঙ্গে ট্যাঙ্কলরি সংঘর্ষে ইউসুফ আলী নামে এক যুবক নিহত হয়েছেন।
রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার তালগাছিতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইউসুফ আলী (৩০) উল্লাপাড়া উপজেলার রামজান গ্রামের রাজা শেখের ছেলে এবং দুর্ঘটনাকবলিত নসিমনের চালক।
স্থানীয় লোকজন ও হাঁটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ জানায়, রোববার বিকেলে শাহজাদপুরের বাঘাবাড়ী তেল ডিপো থেকে জ্বালানি তেলবাহী একটি ট্যাঙ্কলরী বগুড়ার দিকে যাচ্ছিল। এসময় তালগাছি হাট থেকে গরু বোঝাই একটি নসিমন মহাসড়কে ইউটার্ন নেয়ার সময় ট্যাঙ্কলরীর সঙ্গে সংঘর্ষ বাঁধে। এতে ঘটনাস্থলেই নসিমনের চালক ইউসুফ মারা যায়। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত নসিমন সড়ক থেকে সরিয়ে ফেলে যান চলাচল স্বাভাবিক করে।