নরসিংদীর মনোহরদীতে রাসেল ভূইয়া (৩৫) নামে এক ব্যবসায়ীর বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার খিদিরপুর ইউনিয়নের বীর আহম্মদপুর গ্রামের মফিজ মহুরীর বাড়ির পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রাসেল ভূইয়া একই ইউনিয়নের বড়বাড়ির মৃত মাইন উদ্দিনের ছেলে। সে চালাকচর বাজারে মোবাইলের ব্যবসায়ী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার সকালে বীর আহম্মদপুর গ্রামের মফিজ মহুরীর বাড়ির পাশে রাসেলের বিবস্ত্র মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়ে। স্থানীয় সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে।
নিহতের স্ত্রী রোজিনা বলেন, সন্ধ্যায় তার মোবাইল মেরামত করে বাড়িতে দিয়ে যায়। এরপর থেকে রাসেলের মোবাইলে কল দিলে তা কেটে দেওয়া হচ্ছিল। একপর্যায়ে রোজিনার নম্বরই ব্লক করে দেওয়া হয়। পরে সকালে হাঁটতে বের হয়ে এলাকাবাসীর কাছে মফিজ মহুরির বাড়ির পাশে মরদেহ পড়ে থাকার সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে দেখি আমার স্বামীর লাশ।
তিনি আরও বলেন, মফিজ মহুরির মেয়ে লিটা ও জামাই মাছুম এলাকার চিহ্নিত মাদক কারবারি। রাসেলের আগে ওদের সঙ্গে যোগাযোগ থাকলেও আমি মানা না করায় যোগাযোগ রাখেনি। গতকাল ওদের বাসায় গেলে মেরে লাশ ফেলে রেখে ওরা পালিয়ে গেছে। আমি আমার স্বামী হত্যার বিচার চাই।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল জব্বার বলেন, ধারণা করা হচ্ছে ঘরে ভেতর মেরে মরদেহ ঘরের পেছনে ফেলে দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।