
বগুড়ার মাটিডালি বিমান মোড়ে বহুল আলোচিত ক্লুলেস সানসাইন আবাসিক হোটেলের ম্যানেজার মো. বিপুল মিয়া হত্যা মামলার অন্যতম প্রধান আসামি মো. জুম্মান কসাইকে (৪১) গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) বগুড়া র্যাব-১২, সিপিএসসি, কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এখানে বলা হয়, শনিবার বগুড়া জেলার সদর থানাধীন চকজাদু রোডের ০১ নং রেলগেটে সেলিম হোটেলের সামনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
জুম্মান কসাই বগুড়া চক সূত্রাপুর (চামড়া গুদাম) এলাকার মো. সোহরাব কসাইয়ের ছেলে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বছরের ১৭ ডিসেম্বর মাটিডালি বিমান মোড়ের সানসাইন আবাসিক হোটেলের ম্যানেজারকে কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে নির্মমভাবে কুপিয়ে পালিয়ে যায়। পরে হোটেলের স্টাফ ও স্থানীয় লোকজনের সহযোগিতায় বিপুল মিয়াকে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসা চলাকালীন মারা যায়।
র্যাব সূত্রে জানা যায়, বহুল আলোচিত ক্লুলেস বিপুল মিয়া হত্যাকাণ্ডের পর হত্যার কারণ অনুসন্ধান এবং হত্যায় জড়িতদের গ্রেপ্তারের আওতায় আনার চেষ্টা চালাচ্ছিল। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে চকজাদু রোডের সেলিম হোটেলের সামনে র্যাব-১২ একটি অভিযান পরিচালনা করে। এসময় মামলার অন্যতম প্রধান আসামি মো. জুম্মান কসাইকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জুম্মান কসাইকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।