বন্দি বিনিময় চুক্তির আওতায় স্বৈরাচার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় কাগজপত্র দিল্লিকে পাঠিয়েছে ঢাকা। বৃহস্পতিবার বিকালে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিং মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, শেখ হাসিনাকে দেশে ফেরাতে ঢাকা প্রয়োজনীয় নথি দিল্লিতে পাঠিয়েছে। দেশটির উত্তরের প্রতীক্ষা করছে বাংলাদেশ।
কূটনৈতিক চিঠির সঙ্গে প্রয়োজনীয় সকল কাগজ পাঠানো হয়েছে। তবে নথি হিসেবে কোন কোন কাগজ পাওয়া পাঠানো হয়েছে সে বিষয়ে সংশ্লিষ্ট অন্য মন্ত্রণালয় বলতে পারবে বলে জানিয়েছেন মুখপাত্র।
রফিকুল আলম বলেন, শেখ হাসিনা ইস্যুতে রাজনৈতিক ও কূটনৈতিকভাবে প্রতীক্ষা করবে বাংলাদেশ। এছাড়া ভারতে অবস্থানকারী অন্য নেতাদের ফেরাতে আন্তর্জাতিক নিয়ম প্রতিপালন করা হবে কিনা সেটি সরকারের উচ্চ পর্যায়ের আলোচনার বিষয়।
আগামী ১৬-১৭ ফেব্রুয়ারি ওমানে অনুষ্ঠিতব্য সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টার যোগ দেয়ার কথা রয়েছে। সম্মেলনে অন্যান্য দেশের পাশাপাশি ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে আলোচনা হবে বলে প্রত্যাশা করেন মুখপাত্র।
এ সময় ডেভিল হান্ট নিয়ে করা সংবাদিকের এক প্রশ্নে এই মুখপাত্র সাফ জানিয়ে দেন, এ প্রসঙ্গে কথা বলতে পররাষ্ট্র মন্ত্রণালয় আগ্রহী নয়।
এসময় জুলাই গণঅভ্যুত্থান নিয়ে প্রতিবেদনের জন্য জাতিসংঘের মানবাধিকার কমিশনকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানান তিনি।