বুধবার, ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শরৎকাল

ট্রেন্ডিং টপিক

ইসরায়েলে পৌঁছুলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ইসরায়েলে পৌঁছেছেন। এয়ার ফোর্স...

পিআর পদ্ধতি আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের ইস্যুটি আগামী সংসদের ওপর ছেড়ে...

এমপিওভুক্ত শিক্ষকদের লাগাতার কর্মবিরতি, শহীদ মিনারে অবস্থান

২০ শতাংশ হারে বাড়ি ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে...

শিক্ষা ভবনের সামনে সাত কলেজের শিক্ষার্থীদের অবস্থান

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ দ্রুত চূড়ান্ত করে অধ্যাদেশ জারির...

ওমানে তৌহিদ-জয়শঙ্কর বৈঠক:

দিল্লিকে সম্পর্ক খারাপ না করার বার্তা দেবে ঢাকা

ছবি : সংগৃহিত

আগামী সপ্তাহে ওমানের মাস্কটে বৈঠকে বসতে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। আসছে ১৬-১৭ ফেব্রুয়ারি ইন্ডিয়ান ওশান সম্মেলনের সাইডলাইনে এ বৈঠক হওয়ার কথা রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকটি ঢাকা-দিল্লির চলমান উত্তেজনার পারদ গলাবে বলেই ধারণা করা হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে, বৈঠকে ঢাকার সঙ্গে সম্পর্ক আর খারাপ না করতে দিল্লিকে বার্তা দেওয়া হবে। পাশাপাশি ভারতে শেখ হাসিনার অবস্থান ও তার উসকানিমূলক বক্তব্য নিয়ে আপত্তি জানাবে ঢাকা।

এ ছাড়াও সীমান্ত উত্তেজনা, ভিসা জটিলতা, তিস্তা-গঙ্গা চুক্তি নবায়নসহ নানা ইস্যু আলোচনায় থাকতে পারে। ইন্ডিয়া ফাউন্ডেশনের আয়োজনে অষ্টম ইন্ডিয়ান ওশান সম্মেলনে যোগ দিতে গত জানুয়ারিতে পররাষ্ট্র উপদেষ্টাকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। সম্মেলনের সাইডলাইনে এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে বসবেন পররাষ্ট্র উপদেষ্টা। আগামী ১৬-১৭ ফেব্রুয়ারি ওমানে বসবে সে আসর।

পাশাপাশি ওমানের পররাষ্ট্রমন্ত্রী ও কৃষিমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন তৌহিদ হোসেন। এ ছাড়া আরও কয়েক দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে পররাষ্ট্র উপদেষ্টার।

সম্প্রতি প্রতিবেশী রাষ্ট্র ভারতের কার্যলাপে ঢাকা অসন্তুষ্ট ও ক্ষুব্ধ। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বাংলাদেশ বরাবরই ভারতের সঙ্গে সম্পর্কের উন্নয়ন চেয়েছে।

দুই দেশের সম্পর্ক আর যাতে খারাপের দিকে না যায়, বাংলাদেশের পক্ষ থেকে বৈঠকে সে বার্তাই দেওয়া হবে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপকে মোটেই ভালোভাবে দেখার সুযোগ নেই। এগুলো বন্ধ করতে আহ্বান জানাবে ঢাকা।

সেই সঙ্গে তাদের দেশে আশ্রয় দেওয়া পলাতক অপরাধী যাতে ভারতে বসে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি না করে, সে আহ্বান জানানো হবে।

ভারতের মাটিতে বসে কেউ বাংলাদেশের ক্ষতি করার চেষ্টা করলে সে দায় এড়ানোর সুযোগ দিল্লির নেই। শেখ হাসিনার বাংলাদেশবিরোধী কার্যক্রম দুই দেশের সম্পর্কের অন্তরায় হবে। এই বিষয়টি নিয়ে দিল্লিকে পরিষ্কার বার্তা দেবে ঢাকা। এ ছাড়াও বৈঠকে ঢাকার পক্ষ থেকে সীমান্ত হত্যা বন্ধ, দুই দেশের সীমান্ত নিয়ে সম্মত সিদ্ধান্ত মেনে চলা, সীমান্তের শূন্যরেখায় কাঁটা তারের বেড়া নির্মাণ করে উত্তেজনা না বাড়ানোর অনুরোধ জানানো হবে। পাশাপাশি ভিসা জটিলতা, তিস্তা ও গঙ্গা চুক্তি নবায়নসহ স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।

গত ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে ঢাকা-দিল্লির দ্বিপক্ষীয় সম্পর্কে অস্বস্তি তৈরি হয়।ওই সময় সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ, বাংলাদেশ হাইকমিশনে হামলা উত্তেজনার সৃষ্টি করে।

তবে গত ডিসেম্বরে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির ঢাকা সফরের পর দুই দেশের সম্পর্ক অনেকটাই শীতল হয়। তবে সীমান্ত ইস্যুতে দুই দেশের মধ্যে ফের উত্তেজনা বাড়ে। ওই ঘটনায় দুই দেশের হাইকমিশনারকে পাল্টাপাল্টি তলব করে সংশ্লিষ্টরা। সবশেষ, ভারতে বসে শেখ হাসিনার বক্তব্যের জেরে ঢাকায় ৩২ নম্বরের শেখ মুজিবের বাড়ি ভাঙচুর করে উত্তেজিত জনতা।

ভারত এ ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দেয়। কিন্তু অন্য আরেকটি দেশের উপর সে দেশের এমন পররাষ্ট্রনীতির তুমুল সমালোচনা করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের নিন্দা জানানোর বিষয়টিকে অপ্রত্যাশিত ও অনাকাঙ্খিত উল্লেখ করে পাল্টা বিবৃতি দেয় ঢাকা।

সর্বশেষ সংবাদ

এমন আরো সংবাদ
এশিয়ান পোস্ট বিডি ডট কম

মঙ্গলবার নতুন কুঁড়ির চূড়ান্ত পর্বের বাছাই শুরু

বিটিভিতে শিশু কিশোরদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’র চূড়ান্ত পর্যায়ের...

ইসরায়েলে পৌঁছুলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ইসরায়েলে পৌঁছেছেন। এয়ার ফোর্স...

১৬ অক্টোবর এইচএসসি’র ফল প্রকাশ

আগামী ১৬ অক্টোবর প্রকাশিত হবে চলতি বছরের এইচএসসি ও...

পিআর পদ্ধতি আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের ইস্যুটি আগামী সংসদের ওপর ছেড়ে...