নরসিংদী প্রতিনিধি
নরসিংদী জেলা কারাগার থেকে লুণ্ঠিত হওয়া গুলি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল।
সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১১টায় নরসিংদী স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনীর নরসিংদীর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফাহিম মাহবুবের উপস্থিতিতে গুলি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ৮৮২ রাউন্ড গুলি বুঝে নেন নরসিংদী সদর থানার পরিদর্শক (তদন্ত) ওসি ছামিউর রহমান।
শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার চিনিশপুর এলাকার ডোবা থেকে ৮৮২ রাউন্ড গুলি উদ্ধার করেন ক্যাপ্টেন আব্দুল্লাহিল তাহমিদের নেতৃত্বে সেনা বাহিনীর একটি দল।
১৯ জুলাই নরসিংদী জেলা কারাগারে হামলা করে দুর্বৃত্তরা ৮৫টি অস্র ও ৮ হাজার ১৫ রাউন্ড গুলি লুট করে নিয়ে যায়।
লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফাহিম মাহবুব বলেন, ৮৮২ রাউন্ড গুলি উদ্ধারের পর আজ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অস্ত্র-গুলি উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।