
কুড়িগ্রামের দক্ষিণ বাঁশজানি সীমান্ত গ্রামে ভারতের নো-ম্যান্স ল্যান্ডে গাছে লাগানো সিসি ক্যামেরা খুলে নিতে রাজি হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ
মঙ্গলবার দুপুরে ভুরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বাঁশজানি গ্রামে বাংলাদেশের নো-ম্যান্স ল্যান্ডে অবস্থিত আলমগীর হোসেনের বাড়ির আঙ্গিনায় পতাকা বৈঠকে তারা এ সম্মতি জানায়।
বৈঠকে বিএসএফের পক্ষে ১৬২ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডেন্ট অনিল কুমার মনোজ এবং বিজিবির পক্ষে কুড়িগ্রামস্থ ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মাহমুদুল হাসান নেতৃত্ব দেন। এছাড়াও একই স্থানে বিজিবির দিয়াডাঙ্গা সীমান্ত ফাঁড়ির আয়োজনে জন-সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, গত রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে বিএসএফ গোপনে আন্তর্জাতিক সীমান্ত পিলার ৯৭৮ এর ৯এস সাব পিলারের পাশে ভারতের নো-ম্যান্স ল্যান্ডে গাছে সিসি ক্যামেরা স্থাপন করে। এ ঘটনাকে কেন্দ্র করে কুড়িগ্রাম সীমান্তে সোমবার দিনভর বিএসএফ এবং বিজিবির ক্যাম্প ও কোম্পানি কমান্ডার পর্যায়ে কয়েক দফা বৈঠক হলেও সুরাহা হয়নি। ফলে আজ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক হয়।