মঙ্গলবার, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শরৎকাল

ট্রেন্ডিং টপিক

ইসরায়েলে পৌঁছুলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ইসরায়েলে পৌঁছেছেন। এয়ার ফোর্স...

পিআর পদ্ধতি আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের ইস্যুটি আগামী সংসদের ওপর ছেড়ে...

এমপিওভুক্ত শিক্ষকদের লাগাতার কর্মবিরতি, শহীদ মিনারে অবস্থান

২০ শতাংশ হারে বাড়ি ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে...

শিক্ষা ভবনের সামনে সাত কলেজের শিক্ষার্থীদের অবস্থান

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ দ্রুত চূড়ান্ত করে অধ্যাদেশ জারির...

‘ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার’

ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকার চলতি বছরের ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সঙ্গে বৈঠক শেষে তিনি একথা জানান।

তিনি বলেন, বিএনপির দ্রুত নির্বাচনের দাবির জবাবে প্রধান উপদেষ্টা আশ্বাস দিয়েছেন ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের আয়োজন করা হবে। এই মাসের ১৫ তারিখের মধ্যে প্রধান উপদেষ্টার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে পারেন বলেও জানান বিএনপি মহাসচিব।

বৈঠক শেষে বিএনপি মহাসচিব বলেন, ‘দেশজুড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার দায় সরকার এড়াতে পারে না। সরকারের যে প্রতিষ্ঠান বা বাহিনীগুলো আছে তাদের সামনেই একের পর এক ঘটনাগুলো ঘটেছে। সার্বিকভাবে দেশের আইনশৃঙ্খলা ও স্থিতিশীলতা যথেষ্টভাবে বিপন্ন হয়েছে এবং ফ্যাসিবাদকে সুযোগ করে দিয়েছে কথা বলার।’

এসময় মির্জা ফখরুল আরও বলেন, ‘এ সরকার অন্তর্বর্তী সরকার, তাদের দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের তাগাদা দিয়েছি। যাতে ন্যূনতম সংস্কারগুলো করে, কমিশনের মাধ্যমে একটা ঐকমত্যের ভিত্তিতে দ্রুততম নির্বাচন দেওয়ার বিষয়ে তাদের সাথে কথা বলেছি। আমরা প্রশাসনে যে সমস্ত ব্যক্তি, যারা ফ্যাসিবাদের দোসর ছিলেন, যারা সামগ্রিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে দেশকে তাদেরকে প্রশাসন থেকে সরিয়ে দিতে এবং আইনের আওতায় আনতে বলেছি।’

তিনি আরও জানান, এসরকারের অন্যতম ব্যর্থতা হলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নিয়ে আসতে না পারা। তাদেরকে এ বিষয়ে জোড়ালোভাবে বলেছি। তারা এ বিষয়ে কাজ করছেন বলে জানিয়েছেন। এছাড়া অপারেশন ডেভিল হান্টের বিষয়েও কথা হয়েছে। ডেভিড হান্ট অভিযানে কোন নিরাপরাধ মানুষকে যেন সাজা দেওয়া না হয় সেজন্য প্রধান উপদেষ্টার কাছে আহ্বান জানিয়েছেন বলেও জানান বিএনপি মহাসচিব।

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে সন্ধ্যা ছটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আসেন বিএনপির তিন সদস্যের প্রতিনিধি দল। বিএনপির তিন সদস্যের প্রতিনিধি দলে আরও ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। দেড় ঘণ্টার বৈঠকে দেশের চলমান পরিস্থিতি ও অস্থিরতা নিয়ে উদ্বেগ জানান বিএনপি নেতারা। বৈঠকে আলোচনা হয়েছে ৩২ নম্বরসহ সারাদেশে ভাঙচুরের ঘটনা নিয়ে।

এর আগে, গতকার রোববার আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক বসে বিএনপি। বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আসেন।

গত ২১ নভেম্বর এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর বিএনপির সঙ্গে তাদের সঙ্গে এটিই প্রথম বৈঠক।

বিএনপি এ বছরের মাঝামাঝি সময়ে জাতীয় সংসদ নির্বাচন চায়। দ্রুততম সময়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে জনমত গড়ে তুলতে, সারা দেশের ৬৪ জেলায় সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি।

সর্বশেষ সংবাদ

এমন আরো সংবাদ
এশিয়ান পোস্ট বিডি ডট কম

মঙ্গলবার নতুন কুঁড়ির চূড়ান্ত পর্বের বাছাই শুরু

বিটিভিতে শিশু কিশোরদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’র চূড়ান্ত পর্যায়ের...

ইসরায়েলে পৌঁছুলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ইসরায়েলে পৌঁছেছেন। এয়ার ফোর্স...

১৬ অক্টোবর এইচএসসি’র ফল প্রকাশ

আগামী ১৬ অক্টোবর প্রকাশিত হবে চলতি বছরের এইচএসসি ও...

পিআর পদ্ধতি আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের ইস্যুটি আগামী সংসদের ওপর ছেড়ে...