মঙ্গলবার, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শরৎকাল

ট্রেন্ডিং টপিক

ইসরায়েলে পৌঁছুলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ইসরায়েলে পৌঁছেছেন। এয়ার ফোর্স...

পিআর পদ্ধতি আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের ইস্যুটি আগামী সংসদের ওপর ছেড়ে...

এমপিওভুক্ত শিক্ষকদের লাগাতার কর্মবিরতি, শহীদ মিনারে অবস্থান

২০ শতাংশ হারে বাড়ি ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে...

শিক্ষা ভবনের সামনে সাত কলেজের শিক্ষার্থীদের অবস্থান

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ দ্রুত চূড়ান্ত করে অধ্যাদেশ জারির...

খুলনা কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

ছবি : সংগৃহীত

খুলনা জেলা কারাগারে বন্দী আওয়ামী লীগের এক নেতা আক্তার শিকদার আজ অসুস্থ হয়ে পড়লে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আক্তার শিকদার খুলনার তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। ২০১৮ সালে বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারি হেলালের গাড়িবহরে হামলার অভিযোগে গত ৪ নভেম্বর তেরখাদা থানায় একটি মামলা হয়, যার আসামি ছিলেন তিনি।

আক্তার শিকদার ২০২৫ সালের ২৭ জানুয়ারি খুলনা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন, কিন্তু আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর থেকে তিনি খুলনা জেলা কারাগারে ছিলেন। বোরবার দুপুর ১টা ৩০ নাগাদ অসুস্থ হয়ে পড়লে তাকে কারাগারের হাসপাতালে নেওয়া হয়, পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খুলনা জেলা কারাগারের জেলার মো. আবু সায়েম জানান, আক্তার শিকদার দুপুর ১টা ৩০ টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে প্রথমে কারাগারের হাসপাতালে নেওয়া হয়, পরে চিকিৎসকরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। সেখানে গিয়ে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন ‘ধারণা করা হচ্ছে, স্ট্রোকের কারণে আক্তার শিকদার মারা গেছেন। লাশের সুরতহাল করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

আক্তার শিকদারের চাচাতো ভাই মিলন শিকদার বলেন, আক্তার শিকদারসহ আরও ১০-১৫ জন আদালতে আত্মসমর্পণ করেছিলেন, কিন্তু তাদের জামিন আবেদন নামঞ্জুর হয়ে কারাগারে পাঠানো হয়। মিলন শিকদার আরও জানান, আক্তার শিকদারের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তার স্ত্রী ঢাকায় মেয়ে বাড়িতে ছিলেন এবং আজ বেলা ৩টার দিকে ঘটনা শোনার পর খুলনার উদ্দেশে রওনা হন।

২০১৮ সালে তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নের মোকামপুর বাজার খেয়াঘাট এলাকায় বিএনপির কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারি হেলালের গাড়িবহরে হামলা করা হয়। ওই ঘটনার পর ৪ নভেম্বর ২০২৩, উপজেলা বিএনপির সদস্য আজিজুল হাকিম বিস্ফোরক আইনে ২০৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান নিশ্চিত করেছেন যে, আক্তার শিকদার ওই মামলার আসামি ছিলেন।

সর্বশেষ সংবাদ

এমন আরো সংবাদ
এশিয়ান পোস্ট বিডি ডট কম

মঙ্গলবার নতুন কুঁড়ির চূড়ান্ত পর্বের বাছাই শুরু

বিটিভিতে শিশু কিশোরদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’র চূড়ান্ত পর্যায়ের...

ইসরায়েলে পৌঁছুলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ইসরায়েলে পৌঁছেছেন। এয়ার ফোর্স...

১৬ অক্টোবর এইচএসসি’র ফল প্রকাশ

আগামী ১৬ অক্টোবর প্রকাশিত হবে চলতি বছরের এইচএসসি ও...

পিআর পদ্ধতি আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের ইস্যুটি আগামী সংসদের ওপর ছেড়ে...