
স্মরণীয় এক সপ্তাহান্ত কাটিয়েছেন ডেভিড বেডিংহাম। তার ব্যস্ত সূচিতে জায়গা করে নিয়েছিল দুটি বিশাল ইভেন্ট— একটি এসএ-টোয়েন্টির ফাইনাল এবং আরেকটি তার বিয়ে!
দক্ষিণ আফ্রিকায় যখন এসএ-টোয়েন্টি শেষের দিকে, তখন এক চমকপ্রদ ঘটনা সামনে আসে। দেখা যায় দক্ষিণ আফ্রিকা এবং সানরাইজার্স ইস্টার্ন কেপের ব্যাটার ডেভিড বেডিংহামের টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনাল ও বিয়ের দিন অনিচ্ছাকৃত পড়ে গেছে একই দিন! যে কারণে খেলাকে প্রাধান্য দিয়ে বিয়ে পিছিয়েছেন একদিন!
দক্ষিণ আফ্রিকার ক্রিকেট প্রতিবেদক ফিরদৌস মুন্ডা জানিয়েছেন, বেডিংহাম তার বাগদত্তা জেনা ভ্যান নিকার্কের সঙ্গে বিয়ের পরিকল্পনা করেছিলেন এই সপ্তাহান্তে। তবে সানরাইজার্সকে টানা তৃতীয়বারের মতো এসএ-টোয়েন্টির ফাইনালে উঠতে সহায়তা করায় বুঝতে পারেন, জটিল পরিস্থিতিতে পড়ে গেছেন। মুন্দার ভাষায়, ‘বিয়ে আগেই নির্ধারিত ছিল এবং সব পরিকল্পনাও চূড়ান্ত ছিল, কিন্তু এরপর সানরাইজার্স ফাইনালে পৌঁছে যায়। তাই তিনি এখন বিয়ের তারিখ একদিন সরিয়ে নিয়েছেন।’
দুর্ভাগ্য এই পরিকল্পনার পরও সানরাইজার্স টানা তৃতীয় শিরোপা জিততে ব্যর্থ হয়েছে। এমআই কেপ টাউন ফাইনালে তাদের সহজেই পরাজিত করে তৃতীয় আসরের শিরোপা ঘরে তুলেছে। তার সতীর্থ কাগিসো রাবাদার বলে বেডিংহাম দ্রুত আউট হয়ে যান। তার পর সানরাইজার্স ব্যাটাররা ব্যর্থ হন লক্ষ্য তাড়ায়।
৩০ বছর বয়সী বেডিংহাম এর আগে সুপারস্পোর্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তার ব্যস্ত সপ্তাহান্তের পরিকল্পনা তুলে ধরেছিলেন। তিনি জানান, গতকালের ফাইনালের পরই তাকে রবিবার বিয়ের স্থানে যাওয়ার জন্য উড়াল দিতে হবে।