মঙ্গলবার, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শরৎকাল

ট্রেন্ডিং টপিক

ইসরায়েলে পৌঁছুলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ইসরায়েলে পৌঁছেছেন। এয়ার ফোর্স...

পিআর পদ্ধতি আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের ইস্যুটি আগামী সংসদের ওপর ছেড়ে...

এমপিওভুক্ত শিক্ষকদের লাগাতার কর্মবিরতি, শহীদ মিনারে অবস্থান

২০ শতাংশ হারে বাড়ি ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে...

শিক্ষা ভবনের সামনে সাত কলেজের শিক্ষার্থীদের অবস্থান

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ দ্রুত চূড়ান্ত করে অধ্যাদেশ জারির...

শেখ হাসিনার বিচারের স্বার্থে সবাইকে এক থাকার আহ্বান তারেক রহমানের

ছবি : সংগৃহীত

“শেখ হাসিনার বিচার না হলে, আগামীর নেতৃত্ব হত্যাকান্ডে উৎসাহ পাবে। তাই গণহত্যাকারী হাসিনার বিচারের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তাকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। কোনোভাবেই তাকে ছাড়া যাবে না।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসব কথা বলেছেন।

তারেক রহমান আরও বলেন, “দ্রুত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের প্রত্যাশিত সরকার গঠন করতে হবে। আগামী দিনে মানুষের চাওয়াপাওয়া পূরণে আমাদের ৩১ দফা বাস্তবায়ন করতে হবে। হাসিনার অস্ত্রের সামনে একমাত্র বিএনপিই সেদিন সংস্কারের কথা বলেছিল, সেদিন মাঠে আর কেউ ছিল না।’

গতকাল বিকালে ২০১৬ সালে ক্রসফায়ারে নিহত ফেনীর যুবদল নেতা মাসুদের পরিবারকে ঘর প্রদান উপলক্ষে আয়োজিত জনসভায় ভার্চুয়ালি বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ফেনীর সোনাগাজী উপজেলার সাবের পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সোনাগাজীর যুবদল নেতা মাসুদের পরিবার ছাড়াও গত আন্দোলন-সংগ্রামে নিহত বৃহত্তর নোয়াখালীর প্রায় অর্ধশত পরিবারকে নগদ আর্থিক সহায়তা দেওয়া হয়।

‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান রুমন। সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিএনপি নেতা রুহুল কবির রিজভী, বরকতউল্লা বুলু, আবদুল আউয়াল মিন্টু, জয়নুল আবদিন ফারুক, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, রেহানা আক্তার রানু প্রমুখ বক্তব্য দেন।

তারেক রহমান বলেন, “হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময়ে আমরা দেশকে স্বৈরাচারমুক্ত করতে সক্ষম হয়েছি। তবে গত ১৬ বছর ধরে যারা হত্যাকান্ডের সঙ্গে জড়িত তাদের বিচারের আওতায় আনতে হবে। তিনি বলেন, সংস্কারের নামে কোনো ষড়যন্ত্র হলে দেশে অশান্তি সৃষ্টি হবে। যত দ্রুত জনগণের সরকার প্রতিষ্ঠা হবে, তত দ্রুতই বাংলাদেশ সঠিক পথে হাঁটবে। বর্তমানে আমাদের ভিতর অনেক অনুচর প্রবেশ করে বিভ্রান্তি তৈরির নীলনকশা করছে।’

আয়োজক সংগঠনটির প্রধান উপদেষ্টা রিজভী আহমেদ বলেন, “উপদেষ্টারা আজ কাকে শত্রু পক্ষে দেখছে, সরকারের ভিতর এখনো হাসিনার দোসররা লুকিয়ে আছে। অবাক হই সরকারি কর্মকর্তারা হাসিনার জন্য লিফলেট বিতরণ করছে। এত সাহস হয় কীভাবে। এর দায়ভার বর্তমান সরকারের। বরকতউল্লা বুলু বলেন, আমরা তারেক রহমানের নানার বাড়িতে এসেছি, অতিথি হয়ে নয়। বেড়াতে এসেছি। তিনি বলেন, ছাত্রদের রাজনৈতিক দলের বিষয়টি অস্বস্তির।’

সরকারের উদ্দেশে তিনি বলেন, “ন্যূনতম সংস্কার করে নির্বাচনের সুযোগ করে দিন। ১৭ বছরের বিএনপির শ্রম ঘাম ও রক্তের ওপর আপনারা উপদেষ্টা হয়েছেন।’

আবদুল আউয়াল মিন্টু বলেন, “আমরা তারেক রহমানের অপেক্ষায় আছি। হাসিনা সরকারের হাতে একমাত্র ফেনীতেই তিন শত জন নিহত হয়েছেন। এর সবগুলো হত্যাকান্ডের বিচার করতে হবে।’

জয়নুল আবদিন ফারুক বলেন, “জুলাই আগস্টের আন্দোলনকারীদের মূল শক্তি ছিলেন তারেক রহমান। যারা হাসিনাকে এখন ক্ষমা করতে চায়, তারাই তাকে অতীতেও পুনর্বাসন করেছে।’

সর্বশেষ সংবাদ

এমন আরো সংবাদ
এশিয়ান পোস্ট বিডি ডট কম

মঙ্গলবার নতুন কুঁড়ির চূড়ান্ত পর্বের বাছাই শুরু

বিটিভিতে শিশু কিশোরদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’র চূড়ান্ত পর্যায়ের...

ইসরায়েলে পৌঁছুলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ইসরায়েলে পৌঁছেছেন। এয়ার ফোর্স...

১৬ অক্টোবর এইচএসসি’র ফল প্রকাশ

আগামী ১৬ অক্টোবর প্রকাশিত হবে চলতি বছরের এইচএসসি ও...

পিআর পদ্ধতি আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের ইস্যুটি আগামী সংসদের ওপর ছেড়ে...