
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন আরিফ হোসেন খান নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। তিনি কেন্দ্রীয় ব্যাংকের সদ্য সাবেক মুখপাত্র হুসনে আরা শিখার স্থলাভিষিক্ত হলেন।
বুধবার (৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ এর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনক্রমে নির্বাহী পরিচালক আরিফ হোসেন খানকে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হিসেবে মনোনীত করা হলো।
এছাড়াও আরিফ হোসেন খানকে সার্বিক সহযোগিতা প্রদান করার জন্য ইতোপূর্বে মনোনীত ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (ডিভিশন-১) এর পরিচালক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী এবং ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্সের পরিচালক সাঈদা খানমকে বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র হিসেবে মনোনীত করা হলো।