বুধবার, ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শরৎকাল

ট্রেন্ডিং টপিক

ইসরায়েলে পৌঁছুলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ইসরায়েলে পৌঁছেছেন। এয়ার ফোর্স...

পিআর পদ্ধতি আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের ইস্যুটি আগামী সংসদের ওপর ছেড়ে...

এমপিওভুক্ত শিক্ষকদের লাগাতার কর্মবিরতি, শহীদ মিনারে অবস্থান

২০ শতাংশ হারে বাড়ি ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে...

শিক্ষা ভবনের সামনে সাত কলেজের শিক্ষার্থীদের অবস্থান

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ দ্রুত চূড়ান্ত করে অধ্যাদেশ জারির...

বাংলাদেশ-কুয়েত দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার হবে

ছবি : সংগৃহীত

ঢাকায় কুয়েতের নবনিযুক্ত রাষ্ট্রদূত আলী তুনিয়ান আব্দুল ওহাব হামাদাহ পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এই বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান ও অর্থনৈতিক সহযোগিতার মতো বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পায়।

বৈঠকের শুরুতে উপদেষ্টা বাংলাদেশে নতুন দায়িত্ব গ্রহণের জন্য রাষ্ট্রদূতকে অভিনন্দন জানান।

রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে দৃঢ় বন্ধন এবং ঐতিহাসিক বন্ধুত্বের কথা স্মরণ করে বিদ্যমান সব ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির জন্য কুয়েতের আগ্রহ প্রকাশ করেন এবং দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা তুলে ধরেন।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বাংলাদেশ ও কুয়েতের মধ্যে চমৎকার বোঝাপড়া এবং সম্পৃক্ততার ওপর জোর দেন। তিনি রাষ্ট্রদূতকে বিভিন্ন ব্যবসায়িক ক্ষেত্র অন্বেষণ এবং বাংলাদেশের বৃহৎ ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগের জন্য উৎসাহিত করেন।

কুয়েতের রাষ্ট্রদূত ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) এবং অন্যান্য ব্যবসায়ী নেতাদের সঙ্গে দেখা করে এখানে সম্ভাব্য ব্যবসা ও বাণিজ্যের সুযোগগুলি অন্বেষণ করতে পারেন বলে উল্লেখ করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

বৈঠকে উভয় পক্ষই কুয়েতে বাংলাদেশি অভিবাসী কর্মীদের কর্মসংস্থান এবং কল্যাণ সংক্রান্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করেন, বিশেষ করে মহিলা কর্মীদের জন্য নিরাপদ ও সুরক্ষিত কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর জোর দেন। তারা কুয়েতে বাংলাদেশি প্রবাসীদের সুরক্ষা বৃদ্ধি, তাদের অধিকার এবং কল্যাণ নিশ্চিত করার জন্য বিভিন্ন প্রক্রিয়া নিয়েও আলোচনা করেন। গত বছর দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারকের (এমওইউ) আওতায় কুয়েতে সম্প্রতি ৬৭০ জন বাংলাদেশি নার্সের নিয়োগের প্রসঙ্গ উল্লেখ করে দক্ষ কর্মী এবং প্রযুক্তিবিদ নিয়োগের সম্ভাবনাও আলোচনায় উঠে আসে।

উভয় পক্ষই এটিকে জনশক্তি কর্মসংস্থান সহযোগিতা গভীর করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে স্বীকৃতি দেয়। তারা কুয়েতে বাংলাদেশি পেশাদারদের জন্য কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের জন্য আরও উদ্যোগ নিয়ে আলোচনা করেন, যার মধ্যে রয়েছে চিকিৎসক, প্রকৌশলী, প্রযুক্তিবিদ, আইটি বিশেষজ্ঞ ইত্যাদি।

বৈঠকে উভয় দেশ বাণিজ্য, বিনিয়োগ, কর্মী নিরাপত্তা এবং সামগ্রিক অর্থনৈতিক অংশীদারত্বের ওপর জোর দিয়ে কাঠামোগত এবং কৌশলগতভাবে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।

সর্বশেষ সংবাদ

এমন আরো সংবাদ
এশিয়ান পোস্ট বিডি ডট কম

মঙ্গলবার নতুন কুঁড়ির চূড়ান্ত পর্বের বাছাই শুরু

বিটিভিতে শিশু কিশোরদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’র চূড়ান্ত পর্যায়ের...

ইসরায়েলে পৌঁছুলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ইসরায়েলে পৌঁছেছেন। এয়ার ফোর্স...

১৬ অক্টোবর এইচএসসি’র ফল প্রকাশ

আগামী ১৬ অক্টোবর প্রকাশিত হবে চলতি বছরের এইচএসসি ও...

পিআর পদ্ধতি আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের ইস্যুটি আগামী সংসদের ওপর ছেড়ে...