মঙ্গলবার, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শরৎকাল

ট্রেন্ডিং টপিক

ইসরায়েলে পৌঁছুলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ইসরায়েলে পৌঁছেছেন। এয়ার ফোর্স...

পিআর পদ্ধতি আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের ইস্যুটি আগামী সংসদের ওপর ছেড়ে...

এমপিওভুক্ত শিক্ষকদের লাগাতার কর্মবিরতি, শহীদ মিনারে অবস্থান

২০ শতাংশ হারে বাড়ি ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে...

শিক্ষা ভবনের সামনে সাত কলেজের শিক্ষার্থীদের অবস্থান

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ দ্রুত চূড়ান্ত করে অধ্যাদেশ জারির...

ফুটবলারদের বিদ্রোহ

সন্ধ্যায় বিশেষ কমিটির মুখোমুখি হবেন কোচ পিটার

ছবি : সংগৃহীত

নারী ফুটবলের প্রধান কোচ পিটার বাটলারকে আজ (মঙ্গলবার) বাফুফে গঠিত বিশেষ কমিটির মুখোমুখি হতে হচ্ছে। সন্ধ্যা ৬টায় এই ইংলিশ কোচকে তলব করেছে কমিটি।

পিটার বাটলার ও নারী ফুটবলারদের মধ্যে তৈরি হওয়া সংকট খতিয়ে দেখতে বাফুফে ৭ সদস্যের যে বিশেষ কমিটি গঠন করেছে, সেই কমিটি গত দুই দিন ১৮ ফুটবলারের বক্তব্য শুনেছে। প্রথম দিন ৭ জন এবং সোমবার দ্বিতীয় দিন ১১ জন ফুটবলারের কথা শুনেছেন কমিটির সদস্যরা।

মূলত সাবিনারা যে চিঠি বাফুফে সভাপতি ও গণমাধ্যমকে দিয়েছেন, সেই চিঠির বক্তব্যের ওপর ভিত্তি করেই মেয়েদের বেশি জিজ্ঞাসাবাদ করেছে তদন্ত কমিটি। বাফুফে সভাপতিকে ইংরেজিতে এবং সাংবাদিকদের বাংলায় চিঠি দেওয়া হয়েছে।

দুই ভাষার চিঠি লেখার কারণ কী, চিঠির ড্রাফট কে করে দিয়েছে, ভিন্ন ভিন্নভাবে মেয়েদের কাছ থেকে সেই তথ্য বের করার চেষ্টা করেছে কমিটি। তবে নারী ফুটবলাররা বলেছেন, তাদেরই সতীর্থ জাপান প্রবাসী মাতসুসিমা সুমাইয়া এই চিঠি লিখেছেন।

নারী ফুটবলারদের যখন ১৫ জানুয়ারি ক্যাম্পে ডাকা হয়েছিল, তার আগেই কোচ পিটার বাটলারের সাথে চুক্তি সম্পন্ন করেছে বাফুফ। কমিটি মেয়েদের কাছে জানতে চেয়েছে, তারা যদি ক্যাম্পে উঠে অনুশীলন বর্জন করবেন, তাহলে যোগ দিয়েছেন কেন? ক্যাম্পে না উঠেও প্রতিবাদ করা যেতো। ক্যাম্পে উঠে, ক্যাম্পে থেকে বাফুফের নিয়োগকৃত কোচের অনুশীলন বর্জন শৃঙ্খলাভঙ্গ কিনা, সেই প্রশ্ন করলে অনেক ফুটবলার চুপ থেকেছেন।

নারী ফুটবলারদের অভিযোগ পুরোপুরিভাবে গুরুত্বপূর্ণ মনে করছেন না অনেকে। কারণ প্র্যাকটিস বাদ দিয়ে মডেলিং বা টিকটক, ফিটনেস কমে যাওয়া-কোচ এইসব বললে সেটা বডি শেমিং হবে এমনটাও মনে করছেন না অনেকে।

খেলোয়াড়দের অনেক সময় কোচ মজা করেও কিছু বলতে পারেন, সেটাকে সিরিয়াসলি নেওয়ার যৌক্তিকতাও নেই। তবে কমিটি পুরো ঘটনাগুলো মিলিয়ে দেখার চেষ্টা করছে।

তাই আজ পিটার বাটলারের সঙ্গে কথা বলে কমিটির সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করবেন। খেলোয়াড় ও কোচের কথার পর এ বিষয়ে তারা একটা সারমর্ম গুছিয়ে আনার চেষ্টা করবেন বলে জানা গেছে। যদি কমিটি মনে করেন আরও কোন পক্ষের সাথে যেমন, নেপালে সাফ চ্যাম্পিয়নশিপ কাভার করতে যাওয়া সাংবাদিক, দর্শক, নারী কমিটির কর্মকর্তাদের বক্তব্য শোনার দরকার; সেটা করবে। না হলে তারা একটা প্রতিবেদন তৈরি করে সভাপতিকে জমা দেবেন।

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল লন্ডন থেকে এখন কুয়ালালামপুর আছেন,এএফসির সভায় যোগ দিতে। আগামীকাল (বুধবার) তার দেশে ফেরার কথা। কমিটির প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে বৃহস্পতিবারের মধ্যে। যতটুকু জানা গেছে, বিশেষ কমিটি নির্ধারিত এক সপ্তাহের মধ্যেই তাদের প্রতিবেদন তৈরি করে জমা দেবে।

কমিটি সময় বাড়াতে চায়না। কারণ আর কিছুদিন পর নারী ফুটবল দলের সংযুক্ত আরব আমিরাত সফর রয়েছে। সবকিছু ঠিক থাকলে ২৪ ফেব্রুয়ারি নারী ফুটবলারা আরব আমিরাত যাবে। সেখানে ২৬ ফেব্রুয়ারি ও ২ মার্চ স্বাগতিকদের সাথে ম্যাচ খেলবে। সফর সন্নিকটে বলেই তদন্ত কমিটি কোচ এবং নারী ফুটবলারদের মধ্যে তৈরি হওয়া সংকট দ্রুত নিষ্পত্তি করতে চায়।

সর্বশেষ সংবাদ

এমন আরো সংবাদ
এশিয়ান পোস্ট বিডি ডট কম

মঙ্গলবার নতুন কুঁড়ির চূড়ান্ত পর্বের বাছাই শুরু

বিটিভিতে শিশু কিশোরদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’র চূড়ান্ত পর্যায়ের...

ইসরায়েলে পৌঁছুলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ইসরায়েলে পৌঁছেছেন। এয়ার ফোর্স...

১৬ অক্টোবর এইচএসসি’র ফল প্রকাশ

আগামী ১৬ অক্টোবর প্রকাশিত হবে চলতি বছরের এইচএসসি ও...

পিআর পদ্ধতি আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের ইস্যুটি আগামী সংসদের ওপর ছেড়ে...