
শিগগিরই ঢাকা–করাচি রুটে ফ্লাইট চালু করতে যাচ্ছে করাচিভিত্তিক এয়ারলাইনস ফ্লাই জিন্নাহ। আজ সোমবার বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এএনআই।
এএনআই বলছে, চট্টগ্রাম ও করাচির মধ্যে সরাসরি পণ্যবাহী জাহাজ চলাচল শুরুর পর এবার সরাসরি আকাশপথে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ–পাকিস্তান।
বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল নাসের খানকে উদ্ধৃত করে এএনআই বলছে, ‘বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট শুরু করতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ফ্লাই জিন্নাহকে অনুমোদন দিয়েছে। আমরা ঢাকা–করাচি ফ্লাইট শুরু করতে একটি চুক্তি করব।’
এদিকে পাকিস্তানি হাইকমিশনারও জানিয়েছেন, ‘পাকিস্তান-বাংলাদেশ সরাসরি আকাশপথে যোগাযোগে দু’দেশের সরকার আন্তরিকভাবে কাজ করছে। চলতি বছরেই সরাসরি ফ্লাইট চালু হবে। এ দেশের ব্যবসায়ীরা মধ্যপ্রাচ্য, সেন্ট্রাল এশিয়ায় রপ্তানি বাজার সম্প্রসারণে পাকিস্তানকে করিডোর হিসাবে ব্যবহার করতে পারে।’
উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি ঢাকায় পাকিস্তানি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফপিসিসিআইয়ের নেতাদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে দেশটির রাষ্ট্রদূত সৈয়দ আহমেদ মারুফ জানান, এ বছরেই বাংলাদেশ থেকে সরাসরি পাকিস্তানে ফ্লাইট চলাচল শুরু হবে।