সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় বজ্রপাতে দ্বীন ইসলাম (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরের উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের সিরাজপুর চরপারা গ্রামে মারা যান তিনি।
স্থানীয়রা জানান, আজ দুপুরে বিশ্বম্ভরপুর উপজেলায় বৃষ্টি শুরু হয়। তখন বাড়ির পাশের জমি থেকে শুকনো লাকড়ি আনতে গিয়ে বজ্রপাতে আহত হন দ্বীন ইসলাম। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাদাঘাট বাজারে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যান। চিকিৎসক দ্বীন ইসলামকে মৃত ঘোষণা করেন।
বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউসার আলম বলেন, কোনো অভিযোগ না থাকায় আইন প্রক্রিয়া শেষে বজ্রপাতে মারা যাওয়া ব্যক্তির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।