
নিজ দেশের প্রতিরক্ষা শক্তি বাড়ানোর দিকে মনোযোগ দিয়েছে ইরান। এর অংশ হিসেবে রাশিয়ার তৈরি সুখোই-৩৫ যুদ্ধবিমান ক্রয় করা হয়েছে বলে নিশ্চিত করেছেন দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর কমান্ডার আলী শাদমানি।
সোমবার রাষ্ট্রীয় গণমাধ্যম স্টুডেন্ট নিউজ নেটওয়ার্কের বরাতে তিনি এ তথ্য জানিয়েছেন। তবে মোট কতগুলো বিমান কেনা হয়েছে এবং সেগুলো ইরানের কাছে হস্তান্তর করা হয়েছে কিনা, তা নিয়ে মুখ খোলেননি তিনি।
২০২৩ সালের নভেম্বরে আইআরজিসি-সংশ্লিষ্ট তাসনিম সংবাদ সংস্থা জানায়, ইরান সুখোই-৩৫ যুদ্ধবিমান ক্রয়ের চুক্তি সম্পন্ন করেছে।
এ মাসের শুরুর দিকে ইরান ও রাশিয়া একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে। যদিও চুক্তিতে সরাসরি অস্ত্র সরবরাহের বিষয় উল্লেখ ছিল না, তবে এতে সামরিক-প্রযুক্তিগত সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
ইরানের বিমানবাহিনী বর্তমানে সীমিত সক্ষমতার, যেখানে রাশিয়ান জেট এবং ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের আগে কেনা কিছু পুরোনো মার্কিন বিমান রয়েছে।
আলী শাদমানি আরও বলেন, সম্প্রতি ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত প্রতিরক্ষা ব্যবস্থা পুনর্গঠন ও পরীক্ষার মাধ্যমে উন্নত করা হয়েছে। ২০২৪ সালের ২৬ অক্টোবর তেহরানে ইসরায়েলের বিমান হামলায় রাডার সিস্টেমে ক্ষতি এবং চারজন সেনার মৃত্যু হয়েছিল বলে ইরানি কর্মকর্তারা জানিয়েছেন।
বিশ্লেষকরা মনে করছেন, ওই হামলায় ইরানের বিমান প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র সক্ষমতার ওপর বড় ধরনের আঘাত লেগেছে। তবে এই ক্ষতি কাটিয়ে উঠতে ইরান দ্রুত প্রতিরক্ষা শক্তি মজবুত করছে।