
পিরোজপুরের ভান্ডারিয়ায় চোর সন্দেহে গণপিটুনিতে সেলিম শাহ (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
রোববার (২৬ জানুয়ারি) ভোরে ভান্ডারিয়া উপজেলার পশারীবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের ছেলে জসিম শাহ বলেন, ‘শনিবার রাত ১১টার দিকে আমার আব্বাকে বাড়ি থেকে দুজন লোক ডেকে নিয়ে যায়। এরপর তার মোবাইল আমরা বন্ধ পাই। পরে সকালে স্থানীয়রা জানায়, আমার আব্বার লাশ মালাকার বাড়ির পাশ পড়ে রয়েছে। যে বাড়িতে আমার বাবাকে হত্যা করা হয়েছে তাদের সাথে আমার আব্বার একটু ঝামেলা ছিল বলে জানতাম।
স্থানীয় শাহিদুল ইসলাম ফিরোজ মালাকার জানান, রাত ৩টার দিকে দুজন ব্যক্তি তার বাড়ির সিঁধ কেটে ঢোকার চেষ্টা করে। চিৎকারে স্থানীয়রা জড়ো হয়ে একজনকে ধরে পিটুনি দেয়। এতে তিনি মারা যান, আরেকজন পালিয়ে যান।
ইউপি সদস্য পলাশ মিত্র বলেন, ‘রাতে আমার ওয়ার্ডের এক বাড়িতে দুই জন লোক প্রবেশ করলে তাদের একজনকে তারা ধরতে সক্ষম হয়। আমি পুলিশকে খবর দিতে বলি। কিন্তু সকালে শুনি গণপিটুনিতে সে মারা গেছে।
ভান্ডারিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জিয়া উদ্দিন জানান, সেলিম শাহের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে এবং নিহতের পরিবারের সদস্যদের থানায় আসতে বলা হয়েছে।