
নোয়াখালীর সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নে পরিত্যক্ত অবস্থায় দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনীর একটি টিম।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ইউনিয়নের শ্রীপুর পোল সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে একটি দেশীয় বন্দুক, দু’টি তাজা কার্তুজ, একটি টিপ ছোরা, তিনটি চাইনিজ কুড়াল উদ্ধার করে সেনা সদস্যরা।
এ সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থলে থাকা ৪-৫ জন পালিয়ে যান।
এ বিষয়ে সেনাবাহিনীর সেনবাগ উপজেলার দায়িত্বে থাকা ক্যাপ্টেন রিয়াদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলার কেশারপাড় ইউনিয়নের শ্রীপুর পোল সংলগ্ন এলাকায় কিশোর গ্যাংয়ের জুয়া ও মাদকের আড্ডা চলছিল। পরে আমরা গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালালে তারা পালিয়ে যায়। তখন ওই অস্ত্রগুলো উদ্ধার করি।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। অস্ত্রগুলো সেনবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।