অস্ত্রাঘাতে আহত হওয়ার ছয়দিনের মাথায় হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছেন বলিউড অভিনেতা সাইফ আলী খান।
এনডিটিভি প্রতিবেদনে লিখেছে, লীলাবতী হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, সাইফ এখন ভালো আছেন, তবে কিছুদিন তাকে পূর্ণ বিশ্রামে থাকতে হবে। পাশাপাশি অস্ত্রোপচার হওয়ায় সংক্রমণ এড়াতে দর্শনার্থী এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে তাঁকে।
পরনে সাদা শার্ট, জিন্স। বাঁ হাতের কব্জিতে বাধা ব্যান্ডেজ। ছোট করে ছাটা চুল, পরিষ্কার কামানো দাড়ি- এমন লুকেই বাড়িতে গেলেন অভিনেতা। হাসপাতাল ছেড়ে কাছেই বান্দ্রার বাড়িতে যাওয়ার সময় সাইফের সঙ্গে ছিলেন তার মা বর্ষীয়ান অভিনেতা শর্মিলা ঠাকুর।
অভিনেতা যখন হাসপাতাল ছাড়ছিলেন, তখন তাকে এক ঝলক দেখতে লীলাবতী ঘিরে জড়ো হন বহু মানুষ। এ সময় হাসি মুখে হাত সবার উদ্দেশ্যে হাত নাড়েন বলিউড নবাব। সাইফের হাসপাতাল থেকে বাড়ি যাওয়ার পথে এবং বান্দ্রার বহুতল ভবনটি ঘিরেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
গত বৃহস্পতিবার ভোরে সইফ আলি খান নাকি সিংহ বিক্রমে ঢুকেছিলেন হাসপাতালে। তখন রক্তাক্ত তিনি। পিঠে বিঁধেছিল ছুরির আড়াই ইঞ্চি ফলা। চিকিৎসায় এখন তিনি পুরোপুরিই সুস্থ। তবে কতদিন তাকে বিশ্রামে থাকতে হবে সে বিষয়ে কিছুই জানানো হয়নি।