চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে ভারত-পাকিস্তান বিরোধ যেন থামছেই না। ভেন্যু নিয়ে দীর্ঘ আলোচনা ও বিতর্কের পর টুর্নামেন্টটি হবে ‘হাইব্রিড মডেলে-পাকিস্তানের তিনটি ভেন্যু এবং দুবাইয়ে। তবে এবার নতুন বিতর্ক উঠেছে জার্সি নিয়ে। আয়োজক দেশ হিসেবে পাকিস্তানের নাম নিজেদের জার্সিতে রাখতে চায় না ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
সাধারণত, আইসিসির নিয়ম অনুযায়ী ইভেন্টের আয়োজক দেশের নাম প্রতিটি দলের জার্সিতে উল্লেখ থাকে। হাইব্রিড মডেল হলেও ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। কিন্তু টিম ইন্ডিয়ার জার্সিতে আয়োজক দেশ হিসেবে পাকিস্তানের নাম লেখা না রাখার সিদ্ধান্ত বিসিসিআই কর্তৃপক্ষের। এই খবর প্রকাশিত হওয়ার পর তা নিয়ে শুরু হয়েছে আলোচনা।
ভারতের এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এক কর্মকর্তা ভারতীয় বোর্ডের বিরুদ্ধে ক্রিকেটে রাজনীতি আনার অভিযোগ করেছেন। সংবাদমাধ্যমে তিনি বলেন, ক্রিকেটে রাজনীতি আনছে বিসিসিআই। ওরা পাকিস্তানে খেলতে আসতে চায়নি। উদ্বোধনী অনুষ্ঠানের জন্য অধিনায়ক পাঠাতে রাজি নয়। এবার শুনছি, আয়োজক দেশ পাকিস্তানের নাম জার্সিতে রাখবেও না। আশা করি, আইসিসি এ ধরনের সিদ্ধান্ত অনুমোদন দেবে না। আমরা আশা করি আইসিসি পাকিস্তানের পক্ষে থাকবে।
ভারত-পাকিস্তানের মধ্যকার রাজনৈতিক টানাপোড়েন প্রায়শই ক্রিকেটে প্রভাব ফেলে চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে এই বিতর্ক ক্রিকেট প্রেমীদের মাঝে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। আইসিসি এই ইস্যুতে কী পদক্ষেপ নেয়, সেটি দেখার অপেক্ষায় ক্রিকেট মহল।