
রাজধানীর মানিকনগর জামিয়া রহমানিয়া মাদরাসা এলাকার ফুটপাত থেকে অজ্ঞাত পরিচয় (৫০) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর ১ টার দিকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাদ্দাম হোসেন জানান, খবর পেয়ে অচেতন অবস্থায় এক নারীকে উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, স্থানীয় লোকজনের কাছে জানতে পেরেছি নিহত নারী ভবঘুরে প্রকৃতির ছিলেন। অসুস্থতাজনিত কারণেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবুও ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
তিনি আরও জানান, মরদেহ ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি বিস্তারিত জানার চেষ্টা চলছে। সিআইডি ক্রাইম সিনকে খবর দেওয়া হয়েছে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম পরিচয় শনাক্ত করা যাবে।