বুধবার, ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শরৎকাল

ট্রেন্ডিং টপিক

ইসরায়েলে পৌঁছুলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ইসরায়েলে পৌঁছেছেন। এয়ার ফোর্স...

পিআর পদ্ধতি আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের ইস্যুটি আগামী সংসদের ওপর ছেড়ে...

এমপিওভুক্ত শিক্ষকদের লাগাতার কর্মবিরতি, শহীদ মিনারে অবস্থান

২০ শতাংশ হারে বাড়ি ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে...

শিক্ষা ভবনের সামনে সাত কলেজের শিক্ষার্থীদের অবস্থান

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ দ্রুত চূড়ান্ত করে অধ্যাদেশ জারির...

এসএ টোয়েন্টিকেও ছাড়িয়ে গেলো এবারের বিপিএল

ছবি : সংগৃহীত

এবারের মৌসুমের শুরুতেই টিকিট নিয়ে মারামারি আর ভাঙচুর হলেও ২০২৫ সালের বিপিএল-এ মাঠে দেখা মিলেছে বিপুল পরিমান দর্শকের। পাশাপাশি এবারের আসরে প্রতি ম্যাচেই দর্শক রানের ছড়াছড়ি দেখে উজ্জীবিত হয়েছে। এই হিসেবে চলমান এসএ টোয়েন্টিকেও ছাড়িয়ে গিয়েছে বিপিএল।

বিপিএলের এগারো আসরের মাঝে এবারেই উদ্বোধনী দিনে রান উঠেছে ৭০০ এর বেশি। প্রথম দিনের রানের উৎসব যে আকস্মিক ছিল না, তার প্রমাণ মেলে আসরের পরবর্তী ম্যচেগুলোতে। এখন পর্যন্ত এবারের বিপিএলে হয়েছে ২০ ম্যাচ। তাতে ৪০ ইনিংসে ৮ বারই পার হয়েছে দলীয় ২০০ রান। েআর তাতেই, প্রতি ৫ ইনিংসে একটি করে ২০০ ছাড়ানো দলীয় সংগ্রহ দেখা গিয়েছে এবারে আসরে।

ছবি: সংগৃহীত

চলতি বিপিএলে ম্যাচপ্রতি গড়ে ১৭ এর বেশি ছয় দেখা মিলছে। এখন পর্যন্ত দেশের সর্বোচ্চ ঘরোয়া আসরে হয়েছে ৩৪২ ছক্কা। ম্যাচপ্রতি ছক্কা ১৭ দশমিক ১। আর এই সংখ্যাটা টেক্কা দিচ্ছে আইপিএলের গত আসরের সঙ্গে। ২০২৪ আইপিএলের ৭৪ ম্যাচে ছিল ১ হাজার ২৬০ ছয়ের মার। যার অর্থ, ম্যাচপ্রতি ছিল ১৭ দশমিক ০৭২ ছক্কা। তবে ২০২৩ আইপিএলে একেকটি ম্যাচে ছিল ১৫ টি ছক্কা।

বলের হিসেবেও আইপিএল থেকে খুব একটা পিছিয়ে নেই এবারের বিপিএল। ২০২৪ আইপিএলে প্রতি ১৩ বলে ১টি করে ছক্কা দেখা গিয়েছিল। আর এবারের বিপিএলে তা ১৩ দশমিক ৩৩ বলে একেটি করে ছক্কা দেখেছেন দর্শকরা।

ছবি : সংগৃহীত

চারের ক্ষেত্রে অবশ্য একটু পিছিয়েই আছে বিপিএল। ২০ ম্যাচে এবারের বিপিএল দেখেছে ৫৭১টি চারের মার। এবং ম্যাচপ্রতি হয়েছে ২৮টির বেশি চার। আর আইপিএলে ২০২৪ সালে ৭৪ ম্যাচে গড়ে হয়েছে ২৯ দশমিক ৩৭টি চার। আর এই হিসাবে পাকিস্তানের পিএসএল আরও খানিক এগিয়ে রয়েছে। পিএসএলে গত আসরে প্রতি ম্যাচে হয়েছিল ৩০টির বেশি চার।

এমনকি চার ও ছক্কার এই হিসেবে চলমান এসএ টোয়েন্টিকেও ছাড়িয়ে গিয়েছে বিপিএল। কদিন আগেই ঢাকা ক্যাপিটালসের তানজিদ হাসান তামিম এবং লিটন দাস মিলে করেছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে বড় ওপেনিং জুটি। এক আসরে বিপিএলে সবচেয়ে বেশি সেঞ্চুরি এসেছিল ২০১৯ আসরে। আর এবারে ২০ ম্যাচেই দেখা মিলেছে ৫ সেঞ্চুরির। এখনো টুর্নামেন্টের বাকি আছে অনেক ম্যাচ। তাতে আরও সেঞ্চুরি দেখা যেতে পারে এই আসরে।

ছবি : সংগৃহীত

যদিও রানের এই বন্যার পেছনে ছোট মাঠকেই দায়ী করছেন অনেকেই। কোথাও কোথাও মোটে ৫৫ মিটারের বাউন্ডারিও দেখা মিলছে এবারের আসরে। তবে ব্যাটাররা অনেকক্ষেত্রে বড় ছয়ও হাঁকিয়েছেন। দীর্ঘদিনের দুর্নাম দূর করে উইকেটেও প্রাণ ফিরেছে।

বিপিএলের এবারের আসরে রানের দেখা মিলেছে, এ বিষয়টিই হয়তো এবারের আসরকে বাড়তি মর্যাদা দিয়ে রাখবে। তবে ভক্ত অনুরাগীদের এমন প্রত্যাশা শেষতক কোথায় গিয়ে দাঁড়ায় সে উত্তর সময়েই মিলবে।

সর্বশেষ সংবাদ

এমন আরো সংবাদ
এশিয়ান পোস্ট বিডি ডট কম

মঙ্গলবার নতুন কুঁড়ির চূড়ান্ত পর্বের বাছাই শুরু

বিটিভিতে শিশু কিশোরদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’র চূড়ান্ত পর্যায়ের...

ইসরায়েলে পৌঁছুলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ইসরায়েলে পৌঁছেছেন। এয়ার ফোর্স...

১৬ অক্টোবর এইচএসসি’র ফল প্রকাশ

আগামী ১৬ অক্টোবর প্রকাশিত হবে চলতি বছরের এইচএসসি ও...

পিআর পদ্ধতি আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের ইস্যুটি আগামী সংসদের ওপর ছেড়ে...